রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


উল্লাসের কিছু নেই, সেনাবাহিনী নিরপেক্ষ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করার কিছু নেই, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (২৪ ডিসেম্বর) ফেনীর দাগনভূইয়াই নির্বাচনি জনসভায় এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সেনাবাহিনী কোনো দলের না, সেনাবাহিনী কোনো জোটের না। কাজেই সেনাবাহিনীকে নিয়ে আজকে যারা উল্লসিত হচ্ছেন, উচ্ছ্বসিত হচ্ছেন তাদের বলে দিতে চাই সেনাবাহিনী কোনো দলের পক্ষে যাবে না। সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।’

এর আগে নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে সেনাবাহিনী নামছে বলে রোববার বিএনপির পক্ষে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরো বলেন, নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি- সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে; যা এত দিন মোটেও বিদ্যমান ছিল না।

এছাড়া সশস্ত্র বাহিনীকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আশা করছি সশস্ত্র বাহিনী মোতায়েনের ফলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে যা এত দিন ছিল না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ