রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


রাজস্ব আয়ে ৫ মাসে ঘাটতি ২৩ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি অর্থবছরের পাঁচ মাসেই রাজস্ব আয়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা।

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানান, এসময় রাজস্ব আয়ে প্রবৃদ্ধি ছয় ভাগেরও কম। এদিকে, এলএনজি আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে শুল্ক ছাড় দেয়ায় চলতি অর্থবছরে ১১ হাজার কোটি টাকা ভ্যাট আদায় কম হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

গত জুলাই থেকে নভেম্বর এ পাঁচ মাসে রাজস্ব আয়ের লক্ষ্য ছিলো প্রায় এক লাখ দুই হাজার কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে মাত্র ৭৯ হাজার কোটি টাকা। এনবিআরের হিসাবে, প্রবৃদ্ধি পাঁচ দশমিক আট চার ভাগ। অথচ গত অর্থবছরে একই সময়ে প্রবৃদ্ধি ছিলো প্রায় ১৮ ভাগ।

এনবিআর কর্মকর্তারা আরো জানান, বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেয়ায় রাজস্ব আদায় কম হয়েছে। এছাড়া ব্যবসা বাণিজ্যে নির্বাচনের প্রভাব পড়ায় আয় কমেছে। ব্যবসায়ীদের মানসিকতার কারণে কমেছে ভ্যাট আদায়ও।

এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আয় বাড়াতে আয়কর, কাস্টমস ও ভ্যাট তিন বিভাগকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। তবে, অটোমেশন কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আদায় প্রক্রিয়া আরো জোরদার করা হবে বলে জানান তিনি।

এদিকে, ব্যবয়ায়ীদের দাবির মুখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেয়ার প্রভাব নিরীক্ষা করেছে ভ্যাট বিভাগ। এতে দেখা গেছে, আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজিতে আয় কম হবে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা, ইন্টারনেট থেকেও কমবে ৭২০ কোটি টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ