রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ত্র আইনের মামলায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার ওয়াহেদুন নবীসহ তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ দিদার হোসাইন আসামিদের রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- আবুল আরাফাত আমির ও আবদুল্লাহ আলী জাবিদ। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার এসআই মতলুবুল আলম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে আবুল আরাফাত আমির নামের ব্যক্তি ও আবদুল্লাহ আলী জাবিদ তাদের ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ফেববুকে ভাইরাল আকারে প্রচার করে জনগণকে ধোকা দিয়ে বিচার বিভাগ ও সেনাবাহিনীসহ দেশের সকল জাতীয় প্রতিষ্ঠানকে ঘিরে জনগণের মধ্যে বিরূপ ধারণা তৈরির চেষ্টা করছেন।

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শ্যামলীস্থ রাজ হোটেল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে আসামি আবুল আরাফাত আমির ও আবদুল্লাহ আলী জাবিদের অবস্থানের সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে হোটেলের চতুর্থ তলার ৪১১ নম্বর রুম থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের দেহ তল্লাশি চালিয়ে আবুল আরাফাত আমিরের কাছ থেকে তিনটি ও আবদুল্লাহ আলী জাবিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিকালে শুনানি শেষে পরবর্তীতে আদালত অস্ত্র আইনের এ মামলায় প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ডের ওই আদেশ দেন।

উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে ফেসবুক ও অন্যান্য সোস্যাল মিডিয়াল গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। অধ্যাবধি ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখানো হয়নি বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ