মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭


মিরপুরের ‘জঙ্গি’ আস্তানায় বিস্ফোরণ, গোলাগুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মিরপুর মাজার রোডের জঙ্গি আস্তানা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। বোমার বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে।।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ তারা শুনতে পেয়েছেন। র‌্যাবও পাল্টা গুলি ছুড়ছে। ওই বাড়ি থেকে ব্যাপকভাবে ধোঁয়া বের হতে দেখা গেছে।

এর আগে রাত ৮টার দিকে অবস্থানরত জঙ্গিরা আত্মসমর্পণে রাজি হলেও এই বিস্ফোরণের ঘটনা থেকে ধারণা করা হচ্ছে- জঙ্গিদের সঙ্গে র‌্যারেব গোলাগুলি চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি আব্দুল্লাহ দুই স্ত্রী-পুত্রসহ সঙ্গীদের নিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

রাত ৮টার দিকে আত্মসমর্পনের কথা ছিল। কিন্তু তারপরও আত্মসমর্পন করেনি আব্দুল্লা। তার ঘন্টা দুয়েক পর সেখানে কয়েকটি বিস্ফোরনের শব্দ শোনা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ