শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
 ‘সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার বিচার হয় না, ফলে তারা এক অনিশ্চিত জীবনে বাস করে’ ইসরায়েলি হামলায় আরো ৬৫ জন ফিলিস্তিনি নিহত অসিয়ত ভঙ্গ করে জানাযা পড়ালে তা শুদ্ধ হবে কি? লেখকদের পৃষ্ঠপোষকতায় পদক পেলেন মাওলানা মুহাম্মাদ সালমান ৪৮ প্রার্থীর মধ্যে ২০ জন মাদরাসাপড়ুয়া, আলোচনায় ডাকসু ভিপি নির্বাচন ছাত্র জমিয়ত গাজীপুর মহানগর শাখার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার মতবিনিময় সভা ফোরামের আয়োজনটি হৃদয়ের গভীরে অনন্ত প্রেরণা হয়ে থাকবে মুফতি তালহার পদের স্থগিতাদেশ প্রত্যাহার জমিয়তের

ইসিতে খেলাফত মজলিসের ৩২ দফা প্রস্তাব পেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্যে খেলাফত মজলিস নির্বাচন কমিশনের কাছে ৬ বিষয়ে ৩২ দফা প্রস্তাব পেশ করেছে।

আজ ২৮ আগস্ট ২০১৭ সোমবার বিকাল ৩.০০টা থেকে পৌনে ২ ঘণ্টাব্যাপী আগারগায়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে অনুষ্ঠিত সংলাপে খেলাফত মজলিসের পক্ষ থেকে এ প্রস্তাবসমূহ তুলে ধরা হয়।

৩২ দফা প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ, নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ, নির্বাচনের পরিবেশ, সুষ্ঠু ভোট, নির্বাচনী ব্যয় ও জাতীয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বিষয়ে দলমতের উর্ধ্বে উঠে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন, জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহ নির্বাচন কমিশনের অধীনে রাখা, সামরিক বাহিনী মোতায়েন করা ইত্যাদি।

এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বা ডিভিএম ব্যবহার না কর, ২০০৮ সালের পূর্বে সংসদীয় আসনসংখ্যা যেভাবে বিন্যস্ত ছিল সেভাবে পুন:নির্ধারণ করা, নির্বাচনকে অর্থ ও পেশী শক্তির প্রভাব মুক্ত রাখার দাবি জানায় দলটি।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, যুগ্মমহাসচিব এডভোকেট মো: জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, বায়তুলমাল ও আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ মাওলানা জিন্নত আলী।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী(অবঃ) ও নির্বাচন কমশিনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ