সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

কিশোরগঞ্জে বন্যার্তদের মাঝে ইশা ছাত্র আন্দোলনের ইফতার সামগ্রি বিতরণ  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওরের বিভিন্ন গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে  বন্যার্তদের মাঝে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শিক্ষা উপকরণ  ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৭ টায় খাকশ্রী নূরুল উলুম দারুসসুন্নাহ আলীম মাদরাসা প্রাঙ্গনে কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম রুহুল আমিনের  বক্তব্যের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয় এবং বিকেল পাঁচটা পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকে।
এ সময় সভাপতির বক্তব্যে জি এম রুহুল আমীন বলেন, হাওরে আজ এ অবস্থার একমাত্র কারন হলো হাওর সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহেলা।
তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন,  এমন ক্ষতি থেকে হাওরবাসীকে রক্ষা করতে হাওরের  বাঁধ উঁচু করা নির্মাণের দাবি জানান।
তিনি হাওরের দায়িত্বশীল প্রতি করা নজরদারী করা এবং দুর্নীতিবাজদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের কথা বলেন।
উক্ত  শিক্ষা উপকরণ ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম রুহুল আমিন,  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম এমদাদুল্লাহ ফাহাদ, কেন্দ্রিয় প্রশিক্ষন সম্পাদক মোহা: নোমান আহমাদ, ঢাকা মহা নগর উত্তরের সভাপতি কে এম শরিফুল ইসলাম,  ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক মুহা : সিরাজুল ইসলাম, কিশোরঞ্জ জেলা সভাপতি মুহা: জুবায়ের আহমদ, সহ সভাপতি হুমায়ুন কবির, এবং আবরার মান্নানসহ জেলার শতাধিক নেতা কর্মী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ