শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

শনিবার মুগদায় গাইবে কলরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kalarab8আওয়ার ইসলাম: ২৮ জানুয়ারি শনিবার রাজধানীর মুগদায় ইসলামি সঙ্গীত নিয়ে ব্যতিক্রমী আয়োজনে থাকবে কলরব। বাদ আছর থেকে অনুষ্ঠিত এ আয়োজনে করলবের শিল্পীরা গানে গানে ভরিয়ে তুলবে সঙ্গীতপ্রেমীদের মন।

মুগদার জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন গুলশাল কেন্দ্রীয় আজাদ মসজিদের খতিব ও যাত্রাবাড়ী মাদরাসার মহা পরিচালক মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মুগদা ওয়াসারোডে হজরত আবু বকর রা. মসজিদ ও পাগলচাঁন হোটেলের পশ্চিম দিকের মাঠে এ মাহফিল ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইসলামি সঙ্গীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন মুহাম্মদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন, ইয়াসিন হায়দার, আবু রায়হান, ইকবাল মাহমুদ, মাহফুজুল হক, সানিম মাহমুদসহ আরো অনেকে।

শিল্পীরা দুই ঘণ্টাব্যাপী হামদ নাত ও ইসলামি সঙ্গতসহ বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন।

মান্ডা-মুগদা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা তোফাজ্জুল হোসাইন এর সভাপতিত্বে এবং জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসার মুহতামিম মুফতি হুমায়ুন আইয়ুব এর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি।

অনুষ্ঠান উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এছাড়াও মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া ইসলামিয়া আযমিয়া দারুল উলুম বনশ্রী রামপুরার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বায়তুল আমিন জামে মসজিদ মালিবাগের খতিব শায়খুল হাদিস আল্লামা হাম্মাদুল্লাহ রাহমানী, মদিনাবাগ জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান এবং চৌধুরীপাড়ার মসজিদ ই নূরের খতিব মাওলানা খুরশেদ আলম কাসেমী।

মহতি এ আয়োজনে ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মাদরাসার মুহতামিম মুফতি হুমায়ুন আইয়ুব।

নিবন্ধন করেছেন তো?

journalism_cors4


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ