বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭


বিধ্বস্ত আলেপ্পোয় যুদ্ধবিরতির পর ফের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

163655iraq_kalerkantho_picআওয়ার ইসলাম: সিরিয়ার আলেপ্পো শহর থেকে বেসামরিক নাগরিক ও বিদ্রোহী যোদ্ধাদের বের হতে বাধা দিচ্ছে ইরান সমর্থিত যোদ্ধারা । বিদ্রোহী গ্রুপের একটি অংশ দাবি করছে, ইরানিদের এই গ্রুপটি নতুন করে হামলা শুরু করেছে।
বুধবার গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার আলেপ্পোয় বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ চুক্তির আওতায় আলেপ্পো থেকে বিদ্রোহীদের বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়ার কথা সরকারের।  কিন্তু পূর্ব আলেপ্পোতে ইরানি যোদ্ধাদের একটি তল্লাশি চৌকিতে প্রায় ১ হাজার লোককে আটকে রাখা হয়েছে। বুধবার সকাল থেকেই নতুন করে বোমা হামলা শুরু হয়েছে।
বিদ্রোহী গ্রুপগুলোর অন্যতম নেতা নুরুদ্দিন জিনকি বলেছেন, ‘সাম্প্রদায়িক যোদ্ধারা আলেপ্পোতে নতুন করে সহিংসতা ছড়াতে চাইছে। ইরানের নেতৃত্বে এই সাম্প্রদায়িক হত্যা বন্ধে বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে।’
এআর


সম্পর্কিত খবর