বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা সংসদ ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ মহিলা মাদরাসাগুলোকে বেফাকের অধীনে সুসংগঠিত করতে হবে: মুফতি আশরাফুজ্জামান কারাগার কেবলই শাস্তির স্থান নয়,  সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে: পীর সাহেব চরমোনাই কোরআনে যেসব প্রাণীর নাম বর্ণিত হয়েছে যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

রুচি ফিরিয়ে আনবে যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা চলাকালীন বা সংক্রমণ থেকে কাটিয়ে ওঠার পর অনেকেরই খাবারে রুচি থাকছে না। খাবার খেতে না পেরে সুস্থতার বদলে আরও দুর্বল হয়ে পড়ছে অনেকে। এতে বড় ধরনের প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের ওপর। মুখের রুচি ফিরিয়ে আনতে কিছু দিক উল্লেখ করা হলো।

দুগ্ধজাত খাবার খাওয়া: দুধ থেকে তৈরি বিভিন্ন খাবার যেমন দই, পনির এবং আইসক্রিম- স্বাদে যেমন ভালো তেমনি পেটের জন্যও উপকারী। পাশাপাশি প্রোটিনে ভরপুর। তাছাড়া এ খাবারগুলো মুখরোচক হওয়ায় রুচি ফেরাতে সাহায্য করে। তাই অসুখের পর শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি পুষিয়ে তুলতেও এই ধরনের খাবার দরকার।

হালকা খাবার: এই সময় অতিরিক্ত ভারী বা মসলাদার খাবার অনেক ক্ষেত্রেই সহ্য হয় না। তাই সহজপাচ্য খাবার খাওয়াই বেশি উপযোগী। সিদ্ধ ভাত, আলু ভর্তা, শুকনা টোস্ট ইত্যাদি সহজপাচ্য খাবার এসময় খাওয়া ভালো। তবে মিষ্টি বা অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা উচিত। কারণ এতে বমি হওয়ার ঝুঁকি থাকে।

প্রচুর পানি পান: অসুস্থতার কারণে শরীরে পানির পরিমাণ অনেক সময় কমে যায়। তাই শরীরের পানির অভাব পূরণ করতে প্রচুর পানি এবং পানিজাতীয় খাবার খেতে হবে। ঠাণ্ডা পানি, কোল্ড কফি, লেমন টি, তাজা ফলের শরবত, লেবু পানি ইত্যাদি পান করা উচিত। তবে একবারে বেশি পানি পান করা যাবে না, অল্প পরিমাণে পানি পান করতে হবে।

ঠাণ্ডা খাবার: অসুখের পর খাবার খেতে কষ্ট হতে পারে। এক্ষেত্রে ঠাণ্ডা বা স্বাভাবিক তাপমাত্রার খাবার খাওয়া যেতে পারে। গরম খাবার খেলে বমি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে স্যান্ডুইচ, সালাদ, পাস্তা সালাদ, ঠাণ্ডা সুপ ইত্যাদি খাওয়া যেতে পারে।

ফ্লেইভারযুক্ত খাবার: অসুস্থতার কারণে স্বাদ মলীন হয়ে যায়। তাই খাবারের স্বাদ বাড়াতে বাড়তি ফ্লেইভার যুক্ত করে নেয়া যেতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের মসলা যেমন রসুন, আদা, গোলমরিচ, দারুচিনি, ভিনিগার, লেবুর রস, টমেটো ইত্যাদি যুক্ত করে খাবারে আলাদা স্বাদ আনা যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ