fbpx
           
       
           
       
চাকরি পেতে মুহাম্মদ নাম বাদ দেয়া কেমন?
জুলাই ০২, ২০২০ ৮:২৮ অপরাহ্ণ

মূল: ড্যানিয়েল হাকিতাজু
ভাষান্তর: আবদুল্লাহ আন নোমান

কোন মুসলিম পুরুষ যখন চাকুরী পাওয়ার আশায় নিজের মুহাম্মদ নামকে পরিবর্তন করে মো রাখে সে তার চাকুরী তে বরকত পাবেনা

একজন মুসলিম নারী যখন তার পছন্দের পুরুষ কে স্বামী হিসেবে পাওয়ার জন্য হিজাব খুলে ফেলে।সে তার বৈবাহিক জীবনে বরকত পাবেনা।

যে মুসলিম পরিবার অধিক আয়ের জন্য তাদের দোকানে নেশাদ্রব্য বিক্রি করে,তারা তাদের ধন-সম্পদে কোনো বরকত পাবেনা।

কোনো মুসলিম সমাজ যখন নিজেদের স্বার্থ রক্ষার জন্য সমকামী সংঘের সাথে হাত মিলিয়ে চলে তারা তাদের ব্যবস্থাপনায় বরকত পাবেনা।

মুসলিম উম্মাহ যদি ধর্মনিরপেক্ষতার দাবিদার পশ্চিমা গণতান্ত্রিক প্রভুদের মনোতুষ্টির জন্য আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলে, কখনো পৃথিবীতে তাদের কাজে বরকত পাবেনা।

আল্লাহ তায়ালার সুস্পষ্ট বিধানকে অবজ্ঞা করার ফল শুধু পরকালকে ক্ষতিগ্রস্ত করবে ব্যাপারটা এমন নয়, বরং ইহকালও ক্ষতিগ্রস্ত করবে।

আল্লাহ তায়ালা বলেন, যারা দুনিয়াতে চাকচিক্যময় জীবন কামনা করে, দুনিয়াতে আমি তাদের কাজের পূর্ণ ফল দিবো এবং সেখানে তাদেরকে কম দেয়া হবে না।

আর আখেরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই। তারা যা করেছে তা নিষ্ফল আর দুনিয়াতে তারা যা করতো তা নিরর্থক (সুরা হুদ, আয়াত নাম্বার ১৫-১৬)

-এটি

সর্বশেষ সব সংবাদ