শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত সরকারের আচরণ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে: পীর সাহেব চরমোনাই সম্মাননা পেলেন ১৭১৫ হাফেজ ও তাদের বাবা-মা কার্গো ভিলেজে আগুন: তদন্তে চীন, তুরস্ক সহ চার দেশের বিশেষজ্ঞ টিম

আগামীকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের সব কওমি মাদরাসায় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামীকাল (১ জুন) থেকে বৃহত্তর ময়মনসিংহের কওমি মাদরাসাগুলোতে ভর্তি কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশ।

গতকাল শনিবার ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে বোর্ডটির কেন্দ্রীয় কার্যালয়ে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ও ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে বলা হয়, সরকার ঘোষিত নির্ধারিত স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পহেলা জুন থেকে ১৫জুন পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহের সকল কওমি মাদরাসায় ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে।

এছাড়াও ভর্তি কার্যক্রম চলাকালীন সময়ে ছাত্রদের কোনোভাবেই শিক্ষাঙ্গনে অবস্থান করা যাবে না। তবে কখন কিভাবে মাদরাসা খোলা হবে তা সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫জুনের পর সকল ছাত্রদেরকে জানিয়ে দেয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে আমেলার সভাপতি ও বোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহ সা'দী,বোর্ডের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্মমহাসচিব মুফতি মাহবূবুল্লাহ,পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফজলুর রহমান, ইত্তেফাকুল ওলামা জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমির ইবনে আহমদ, মাওলানা জাকারিয়া, মুফতি শরিফুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ