শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
শুরুতেই ভোটের প্রচারে সরব মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ফেনী জামিয়া ইসলামিয়ায় বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান ‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার

আগামীকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের সব কওমি মাদরাসায় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামীকাল (১ জুন) থেকে বৃহত্তর ময়মনসিংহের কওমি মাদরাসাগুলোতে ভর্তি কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশ।

গতকাল শনিবার ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে বোর্ডটির কেন্দ্রীয় কার্যালয়ে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ও ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে বলা হয়, সরকার ঘোষিত নির্ধারিত স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পহেলা জুন থেকে ১৫জুন পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহের সকল কওমি মাদরাসায় ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে।

এছাড়াও ভর্তি কার্যক্রম চলাকালীন সময়ে ছাত্রদের কোনোভাবেই শিক্ষাঙ্গনে অবস্থান করা যাবে না। তবে কখন কিভাবে মাদরাসা খোলা হবে তা সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫জুনের পর সকল ছাত্রদেরকে জানিয়ে দেয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে আমেলার সভাপতি ও বোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহ সা'দী,বোর্ডের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্মমহাসচিব মুফতি মাহবূবুল্লাহ,পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফজলুর রহমান, ইত্তেফাকুল ওলামা জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমির ইবনে আহমদ, মাওলানা জাকারিয়া, মুফতি শরিফুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ