বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা সংসদ ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ মহিলা মাদরাসাগুলোকে বেফাকের অধীনে সুসংগঠিত করতে হবে: মুফতি আশরাফুজ্জামান কারাগার কেবলই শাস্তির স্থান নয়,  সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে: পীর সাহেব চরমোনাই কোরআনে যেসব প্রাণীর নাম বর্ণিত হয়েছে যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

সাময়িক জনমানবশূন্য পবিত্র কাবা; বন্ধ ছিল না তাওয়াফ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্হিবিশ্বের মুসল্লিদের জন্য পবিত্র ওমরা নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের নাগরিকদের জন্যও সাময়িকভাবে ওমরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদুল হারাম ও মসজিদে নববিতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির হজ মন্ত্রণালয়।

খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে শুক্রবার ফজর পর্ন্ত মসজিদুল হারাম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। এ সময় মক্কার পবিত্র এই মসজিদে ধোয়া-মোছার কাজ চলেছে। শুক্রবার সকালে পুন:রায় সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে।

জীবানুনাশক স্প্রে ছিটিয়ে রোগ প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। তবে মাতাফে (তাওয়াফের স্থান) স্প্রে করার সময় অন্য মেঝেতে এবং মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় তাওয়াফ চালু ছিল বলে জানিয়েছে এক্সপ্রেস নিউজ।

ইসলামি গবেষক ডা. ইয়াসির কাজি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেছেন, ‘সুবহান আল্লাহ, পবিত্র কাবা এখন জনমানবশূন্য। তাওয়াফ বন্ধ রয়েছে (মাতাফে)। করোনা ভাইরাস আতঙ্কে কর্তৃপক্ষ হারাম শরিফ পরিষ্কার করছেন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’

তবে কাবা শরিফকে প্রথমবারের মতো জনমানবশূন্য দেখে অনেকেই অবাক হয়েছেন। টুইটারে একজন লিখেছেন, আমার জীবনে প্রথমবারের মতো কাবা শরিফকে খালি দেখলাম। আরেকজন লিখেছেন, একেবারেই বিরল ঘটনা।

এর আগে সোমবার প্রথমবারের মতো সৌদিতে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় সৌদি কর্তৃপক্ষ। পরে বুধবার আরও এক সৌদি নাগরিককে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। সর্বশেষ দেশটিতে গতকাল পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হওওয়ার খবর মিলেছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাস পর্যবেক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে দেশি এবং বিদেশিদের জন্য ওমরাহ পালন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। চীনের হুবেইে প্রদেশের উহান শহর থেকে আবির্ভূত হওয়া এ ভাইরাস এখন ৮০টিরও দেশে ছড়িয়ে পড়েছে। মারা গেছেন প্রায় ৩ সহস্রাধিক মানুষ।

- রকিব মুহাম্মদ/ আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ