শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বন্যা : পানি কমলেও ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও পানির সংকট কাশ্মীরে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ‘আশা করি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারব’ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় আশেপাশে কঠোর অবস্থানে পুলিশ ১০৭ বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়তে পারেন নুর জাহান বন্যায় দুর্ভোগে তিস্তাপারের মানুষ, ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে রাজধানীতে সরকারি সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে বিশেষ ফিকহি মজলিস অনুষ্ঠিত রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার ৪৭, ৭১ ও ২৪'র শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার : জমিয়ত মহাসচিব উপকূল অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশজুড়ে  নূরানী বোর্ডের জোড় 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর ২০২৫ সালের ষান্মাসিক জোড় ২১ জুন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে। ছয় মাস পরপর আয়োজিত এ বিশেষ দাওয়াতি ও প্রশিক্ষণমূলক কর্মসূচিটি এবছর ১৫টি ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।

নূরানী বোর্ড সূত্রে জানা গেছে, এবারের জোড় শুরু হবে ২১ জুন ময়মনসিংহ জেলার নেত্রকোণা জেলার পূর্বধলা থানার শ্যামগঞ্জ বাজার বড় মসজিদে। এরপর একে একে জামালপুর, টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর ও ভোলা জেলায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী জোড়ের স্থানসমূহ:
২১ জুন: শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ, পূর্বধলা, নেত্রকোণা
২২ জুন: জামিয়া নিজামিয়া সিদ্দিকিয়া বরুরিয়া মাদ্রাসা, গোপালপুর, জামালপুর
২৩ জুন: ধূলেরচর জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম, টাঙ্গাইল সদর
২৪ জুন: বোর্ডের প্রধান কার্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
২৫ জুন: নূরানী মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার, রুপাতলী, বরিশাল
২৬ জুন: আমির হোসেন মোল্লা কওমী মাদ্রাসা কমপ্লেক্স, রূপসা, খুলনা
২৮ জুন: মোহাম্মদীয়া আজিজুল উলুম মাদ্রাসা, জোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম
২৯ জুন: নুরপুর মহিউস সুন্নাহ মাদরাসা, ফুলগাজী, ফেনী
৩০ জুন: খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, এস.এস.কে. রোড, ফেনী
১৪ জুলাই: জামিয়া জ্বীন নূরাইন মাদরাসা, চাটখিল, নোয়াখালী
১৫ জুলাই: কালিতারা নূরানী মাদরাসা, নোয়াখালী সদর
১৬ জুলাই: মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, লাকসাম, কুমিল্লা
১৭ জুলাই: মান্দারী বাজার বড় মসজিদ, লক্ষীপুর সদর
১৯ জুলাই: হযরত শাহজালাল রহ. নূরানী মাদরাসা, উত্তর পাইকাস্তা, চাঁদপুর
২০ জুলাই: চৌয়ারা বাজার নূরানী কিন্ডার গার্টেন, সদর দক্ষিণ, কুমিল্লা
২৩ জুলাই: খাস মহল নূরানী ও হাফেজিয়া মাদরাসা, চরফ্যাশন, ভোলা
২৪ জুলাই: খলিফা পট্টি বড় মসজিদ কমপ্লেক্স, ভোলা সদর
এছাড়া, বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট মাদ্রাসা ও আয়োজক প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য ফোন নম্বরও সরবরাহ করা হয়েছে।
নূরানী বোর্ডের এ আয়োজন মূলত শিক্ষক প্রশিক্ষণ, দ্বীনী শিক্ষা সম্প্রসারণ এবং তাজবিদসহ সহিহ কুরআন শিক্ষা বিষয়ে সমন্বিত দাওয়াতি কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে আয়োজন করা হয়ে থাকে।
বোর্ডের প্রধান কার্যালয় ২৪/বি, ব্লক-সি, রিং রোড, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা থেকে সার্বিক তত্ত্বাবধান করা হচ্ছে।
যোগাযোগ: ০১৭৩৩-৭১৫৬৭৮, ০১৭৬৫-৪৫৫৬৩৬

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ