বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ।। ৩১ বৈশাখ ১৪৩২ ।। ১৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

মাদরাসা শিক্ষার্থীদের জন্য দুটি কোর্স 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজন করেছে দুটি বিশেষ কোর্স—ভাষা সাহিত্য সাংবাদিকতা কোর্স’ এবং ‘ফুল স্পোকেন ইংলিশ কোর্স উইথ বেসিক রাইটিং’। আগামী শুক্রবার (১৬ মে) শুরু হচ্ছে কোর্স দুটি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের অবসর সময়ে সৃজনশীল চর্চার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ভাষা সাহিত্য সাংবাদিকতা কোর্স’টি পরিচালনা করবে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম, আর ‘ফুল স্পোকেন ইংলিশ কোর্স উইথ বেসিক রাইটিং’ কোর্স পরিচালনা করবেন আহমাদস এডুকেশন এর পরিচালক যুবায়ের আহমাদ। 

কোর্স দুটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পরিচালক হুমায়ুন আইয়ুব। তিনি বলেন, ‘কোর্সের মান উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একটি অভিজ্ঞ টিম কাজ করছে। ব্যাপক অনুশীলন, লেকচার সিট ও পরিকল্পিত ক্লাসের মাধ্যমে তরুণদের গড়ে তোলা হবে।’ 
বিশেষ করে নবীন শিক্ষার্থীরা এই কোর্স থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

কোর্স সংক্রান্ত তথ্য:
কোর্স ফি: ২৫০০ টাকা
শুরু: শুক্রবার, ১৬ মে ২০২৫
মেয়াদ: ৩ মাস
ক্লাস সময়: প্রতি শুক্রবার, দুটি ক্লাস
স্থান: শেখ জুনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা 
কোর্স শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে। 

যোগাযোগ: 01902-831996

কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকছেন 

মাওলানা আহমদ মায়মূন
লেখক, অনুবাদক ও সম্পাদক
সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা 

মুহাম্মদ যাইনুল আবিদীন
মুহাদ্দিস ও লেখক 

আর রাজী
শিক্ষক, সাংবাদিকতা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম 

মাওলানা শরীফ মুহাম্মদ
লেখক ও সাংবাদিক 

মুসা আল হাফিজ
চেয়ারম্যান, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশ 

মুফতি এনায়েতুল্লাহ
অ্যাসিস্ট্যান্ট এডিটর, বার্তা ২৪ 

জহির উদ্দিন বাবর
বার্তা সম্পাদক, ঢাকামেইল 

মাসউদুল কাদির প্রেসিডেন্ট, শীলন বাংলাদেশ
মিরাজ রহমান চেয়ারম্যান, সুলতানস

 

জিয়াউল আশরাফ
সম্পাদক, মাসিক নকীব 

রোকন রাইয়ান 
সাংবাদিক ও উদ্যোক্তা 

যুবায়ের আহমাদ
পরিচালক, আহমাদস এডুকেশন


আমিন ইকবাল
সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম 

মুফতি আব্দুল্লাহ তামিম
সিনিয়র সাব-এডিটর, সময় টিভি

 

প্রধান পরিচালক ও প্রশিক্ষক
মুনীরুল ইসলাম
সভাপতি, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম 

পরিচালক ও প্রশিক্ষক
হুমায়ুন আইয়ুব
সম্পাদক, আওয়ার ইসলাম

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ