মাদরাসা শিক্ষার্থীদের জন্য দুটি কোর্স
প্রকাশ:
১৪ মে, ২০২৫, ০৭:৪৭ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজন করেছে দুটি বিশেষ কোর্স—ভাষা সাহিত্য সাংবাদিকতা কোর্স’ এবং ‘ফুল স্পোকেন ইংলিশ কোর্স উইথ বেসিক রাইটিং’। আগামী শুক্রবার (১৬ মে) শুরু হচ্ছে কোর্স দুটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের অবসর সময়ে সৃজনশীল চর্চার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা কোর্স’টি পরিচালনা করবে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম, আর ‘ফুল স্পোকেন ইংলিশ কোর্স উইথ বেসিক রাইটিং’ কোর্স পরিচালনা করবেন আহমাদস এডুকেশন এর পরিচালক যুবায়ের আহমাদ। কোর্স দুটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পরিচালক হুমায়ুন আইয়ুব। তিনি বলেন, ‘কোর্সের মান উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একটি অভিজ্ঞ টিম কাজ করছে। ব্যাপক অনুশীলন, লেকচার সিট ও পরিকল্পিত ক্লাসের মাধ্যমে তরুণদের গড়ে তোলা হবে।’ কোর্স সংক্রান্ত তথ্য: যোগাযোগ: 01902-831996 কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকছেন মাওলানা আহমদ মায়মূন মুহাম্মদ যাইনুল আবিদীন আর রাজী মাওলানা শরীফ মুহাম্মদ মুসা আল হাফিজ মুফতি এনায়েতুল্লাহ জহির উদ্দিন বাবর মাসউদুল কাদির প্রেসিডেন্ট, শীলন বাংলাদেশ
জিয়াউল আশরাফ রোকন রাইয়ান যুবায়ের আহমাদ
মুফতি আব্দুল্লাহ তামিম
প্রধান পরিচালক ও প্রশিক্ষক পরিচালক ও প্রশিক্ষক এসএকে/ |