অ্যাপল সবসময় চেষ্টা করে আইফো ইউজারদের আলাদা এক্সপেরিন্স দিতে। এ কারণে বিভিন্ন আপডেট নিয়ে আসে। আইফোনের অন্যতম আকর্ষণ সিরি। এটি আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট। সিরির সঙ্গে যেকোনো বিষয় নিয়েই কথা বলা যায়। সে আপনার সব প্রশ্নের উত্তর দিবে এবং ফোনের বিভিন্ন কাজ করে দিবে।
অ্যাপল সম্প্রতি নিজেদের নতুন অপারেটিং সিস্টেম বাজারে এনেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’। অ্যাপল বলছে এই ইন্টেলিজেন্সের সাহায্যে ব্যবহারকারীরা নতুন লেখার টুল, ফটো ক্লিন আপ, প্রায়োরিটি নোটিফিকেশনসহ আরও অনেক নতুন ফিচারের অভিজ্ঞতা পাবেন। আইফোনের ডিজিটাল সহকারী ‘সিরি’কে আরও আধুনিক করেছে অ্যাপল ইন্টেলিজেন্স। তবে অনেকেই জানেন না কীভাবে এই সুবিধা পেতে ‘টাইপ টু সিরি’ ফিচারটি ব্যবহার করতে হবে। ফোবসের প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে ‘টাইপ টু সিরি’ ফিচার ব্যবহার করা যাবে।
‘টাইপ টু সিরি’ ফিচারটি চালু করবেন যেভাবে: সিরিতে টাইপ করার আগে প্রথমে নিশ্চিত করতে হবে সেটিংটি চালু করা আছে। অ্যাপল ইন্টেলিজেন্স সেটআপ করার সময়ই এটি চালু হওয়ার কথা। তবে, আরেকবার দেখে নেয়া ভালো।
যেভাবে ব্যবহার করবেন
‘টাইপ টু সিরি’ অপশন চালু হলে, আইফোনের নিচের দিকে ডবল-ট্যাপ করে যে কোনো সময় এটি ব্যবহার করতে পারেন। এটি হোম স্ক্রিনে বা ব্যবহার করা হচ্ছে এমন সব অ্যাপে কাজ করে, তাই এটি যে কোন সময়ই চালু করতে পারবেন।
১. প্রথমে নিশ্চিত হয়ে নিন যে ‘টাইপ টু সিরি’ অপশন চালু করা আছে।
২. এরপর আইফোন স্ক্রিনের একদম নিচের দিকে ডাবল ট্যাপ করে এবার প্রশ্ন টাইপ করতে পারবেন।
৩. লেখা শেষ হলে ‘আপ অ্যারো’তে ট্যাপ করলেই হবে। প্রশ্ন করার পর পরই জবাব দিবে সিরি।
খুব সহজে আগের থেকে দ্রুত সময়ে সিরি আপনাকে সাহায্য করবে। আপনি আইফোন ইউজার হলে শিগগির সিরি আপডেট করে এই ফিচারটি উপভোগ করতে পারবেন।
এনএ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1759904896.jpg)