আধুনিক এই সময়ে প্রায় কমবেশি সবাই স্মার্টফোন ব্যবহার করেন। এই ফোনে বিশেষ পরিষেবাগুলোর মধ্যে অন্যতম একটি ব্লুটুথ প্রযুক্তি। যার মাধ্যমে এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে সহজেই ছবি-ভিডিও কিংবা ফাইল আদান-প্রদান করা যায়। আবার হেডফোন যুক্ত করে গান ও রেডিও-ও শোনা যায়।
এছাড়াও ব্লুটুথের অন্য কিছু ব্যবহার রয়েছে, যা স্বাভাবিকভাবেই অবাক করবে আপনাকে। সাধারণত এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করতে ওয়াই-ফাই রাউটারের প্রয়োজন হয়। কিন্তু আপনি জানেন কী, ব্লুটুথের মাধ্যমেও ইন্টারনেট শেয়ার করা যায়? হ্যাঁ, যায়। ব্যবহারকারী চাইলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনে ব্লুটুথ কাজে লাগিয়ে ওয়াই-ফাই হাব তৈরি করে অন্য স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার করতে পারেন।
তথ্য-প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেক ইউজ অবের প্রতিবেদন অনুযায়ী ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে ব্যবহারকারীকে প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে কানেকশন নির্বাচন করে পরবর্তী পাতার মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং অপশনে ক্লিক করতে হবে।
এবার ব্লুটুথ টেথারিং অপশনের পাশের টগল চালু করে অন্য স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার করতে হবে। এ জন্য অন্য স্মার্টফোনের ব্লুটুথ অপশনে যেতে হবে। তারপর অ্যাভেইলেবল ডিভাইস অপশনে গিয়ে হটস্পট চালু করা ফোনের নাম সিলেক্ট করে পেয়ার করুন। পেয়ার হলে ডিভাইসের নাম ট্যাপ করে পরবর্তী পাতায় থাকায় ইন্টারনেট অ্যাকসেস টগলটি চালু করে নিন। আপনার কাজ শেষ। এবার দুটি ফোনেই ইন্টারনেট ব্যবহার করুন।
এনএ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1759904896.jpg)