মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন। এখানে বন্ধুদের পাঠানো বার্তার উত্তরে ইমোজি যুক্তের পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাটের (জিআইএফ) ভিডিও পাঠিয়ে থাকেন অনেকে। হোয়াটসঅ্যাপে বেশ কিছু জিআইএফ যুক্ত থাকলেও সেগুলো অনেকেরই পছন্দ নয়।
তবে অনেকেই হয়তো জানেন না ব্যবহারকারীরা চাইলে ফোনে থাকা যেকোনো ভিডিওর নির্বাচিত পাঁচ সেকেন্ডের দৃশ্য কাজে লাগিয়ে নতুন জিআইএফ তৈরি করে বন্ধুদের পাঠাতে পারেন। এর মাধ্যমে বন্ধুদের পাঠানো বার্তার উত্তরে নিজেদের অনুভূতি আরও ভালোভাবে প্রকাশ করা যাবে। তাহলে চলুন ফোনে থাকা যেকোনো ভিডিওকে জিআইএফ ফরম্যাটে পরিবর্তন করে হোয়াটসঅ্যাপে পাঠানোর পদ্ধতি দেখে নেওয়া যাক:
১. ফোনে থাকা ভিডিও দিয়ে জিআইএফ তৈরির জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে।
২. তারপর যে ব্যক্তিকে জিআইএফ ভিডিও পাঠাতে হবে, তার চ্যাটবক্সে প্রবেশ করতে হবে।
৩. এরপর নিচে থাকা পেপারক্লিপ আইকনে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে গ্যালারি নির্বাচন করতে হবে।
৪. এবার স্মার্টফোন গ্যালারিতে থাকা কাঙ্ক্ষিত ভিডিও নির্বাচন করলেই ওপরের অংশে ভিডিওর সময়সীমা অনুযায়ী দৃশ্য দেখা যাবে।
৫. তারপর পছন্দের দৃশ্যের ভিডিও ক্রপ করে ৫ সেকেন্ড সময়সীমা নির্ধারণ করার পর নিচে ভিডিও ও জিআইএফ আইকন দেখা যাবে।
৬. সবশেষে জিআইএফ আইকনে ট্যাপ করে সেন্ড আইকনে ক্লিক করলেই জিআইএফ নির্দিষ্ট ব্যক্তির চ্যাটবক্সে চলে যাবে।
এনএ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1759904896.jpg)