ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বিগত কয়েক বছরে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। বর্তমানে তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করেন। তাইতো ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় আবারো একটি নতুন ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম।
আমরা জানি ইনস্টাগ্রামে একসঙ্গে ১০টি ছবি শেয়ার করা যায়। তবে নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন সরাসরি নিজের প্রোফাইলে ভিডিও এবং একসঙ্গে ২০টি ছবি শেয়ার করতে পারবেন।
২০১৭ সালে ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি প্রথম চালু করা হয়েছিল। তবে নতুন এই ফিচারটি চালুর পর ব্যবহারকারীরা আরও বিস্তারিত পোস্ট ও বিভিন্ন ভ্রমণের ভিডিও শেয়ার করতে পারবেন। এ ছাড়া এতে স্টোরি তৈরি এবং পণ্যের প্রচার করার সুযোগও থাকবে।
এনএ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1759904896.jpg)