সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

গুগল ম্যাপে নতুন ৬ ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ। এটি এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, হোটেল-রেস্তোরাঁ, রাস্তাঘাট, বিভিন্ন লোকেশনের এক বিশাল সমাহার। এতে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থানও সরাসরি দেখা যায়। এমনকি পরিচিত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্যও (লাইভ লোকেশন) শেয়ার করা যায়। তবে এবার ব্যবহারকারীদের যাত্রাকে আরো সহজ করতে এআইয়ের সাহায্যে গুগল ম্যাপ হয়ে উঠবে আরো বেশি সহজ।

ইতোমধ্যেই নতুন ৬টি ফিচার প্রকাশ করেছে গুগল। চলুন দেখে নেওয়া যাক সেসব কী কী:

চারচাকার গাড়ির জন্য নেভিগেশন

ছোট রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া সব সময়ই কঠিন। এবার গুগল নিয়ে এসেছে ন্যারো রোডস ফিচার। এর সাহায্যে ছোট রাস্তাকে এড়িয়ে যেতে পারবেন চালকরা।

ফ্লাইওভার অ্যালার্ট

অনেক সময়ই পথে চলতে চলতে ফ্লাইওভার নিয়ে সমস্যা তৈরি হয়। বিশেষ করে অপরিচিত জায়গায়। এবার সেই সমস্যা দূর করতে যুক্ত করা হয়েছে গুগলম্যাপের নতুন ফিচার। সামনে ফ্লাইওভার থাকলে এবার তাও চালকদের জানিয়ে দেবে অ্যাপ। সেটা হোক চারচাকার বা দুই চাকার গাড়ি, সকলের জন্যই থাকবে অ্যালার্ট।

ট্র্যাফিক অ্যালার্ট

ট্র্যাফিক যানজট কিংবা বিক্ষোভ, পথে কোনো সমস্যা থাকলে এবার তাও জানিয়ে দেবে অ্যাপ।

ইভি চার্জিং স্টেশন

বর্তমানে ইলেকট্রিক গাড়ি সংখ্যা বেড়েই চলেছে। চারচাকার গাড়ি বা টু-হুইলার সবই চলছে ইলেকট্রিকে। কিন্তু ইভি চার্জিং স্টেশন খুঁজে পেতে অনেক সময় সমস্যা হয়। এবার গুগল ম্যাপ নিকটবর্তী স্টেশনের সন্ধান দেবে এই অ্যাপ।

মেট্রোরেলের টিকিট বুকিং

এবার থেকে এই অ্যাপের সাহায্যে সরাসরি মেট্রোরেল টিকিট কাটা যাবে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের ঝামেলায় পড়তে হবে না।

জনপ্রিয় স্পট

কোথাও খেতে যাওয়া বা অন্য কোনো পরিকল্পনা সব খোঁজ মিলবে গুগল ম্যাপ থেকে। নিজের প্রিয় স্পট অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগও পাবেন। তাই ভ্রমণের পরিকল্পনা করলে ব্যবহারকারীদের দারুণ বন্ধু হয়ে উঠবে গুগল ম্যাপ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ