তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এতে বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠানোর সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
ওয়েবেটাইনফোর এক প্রতিবেদন অনুযায়ী, আইওএস ও অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের পদ্ধতি ভিন্ন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ‘নিয়ারবাই শেয়ারিং’ অপশন থাকবে। এর সাহায্যে ইন্টারনেট ছাড়াই আইফোন এয়ারড্রপের মতোই বড় ফাইল শেয়ার করা যাবে। তবে আইওএস ইউজারদের ক্ষেত্রে আলাদা নিয়ম। এক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে। তবে দুটো ধরণ নিয়েই এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অনেক সময় হাই কোয়ালিটি ফটো, ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের জন্য সমস্যা তৈরি হয়। আবার অনেক এলাকাতেই ইন্টারনেট সংযোগ খুব দুর্বল থাকে। সেক্ষেত্রে এই ফিচার বেশ উপকারি।
এনএ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1759904896.jpg)