ইন্টারনেটের এ যুগে কতশত সোশ্যাল মিডিয়া একাউন্ট সামলাতে হয় আমাদের। সেগুলো কে সুরক্ষিত রাখতে ব্যবহার করতে হয় শক্তিশালী পাসওয়ার্ড। পাসওয়ার্ড শক্তিশালী আর ইউনিক করতে গিয়ে সেই পাসওয়ার্ড ভুলে যাবার প্রবণতাও আমাদের জন্য নতুন কিছু নয়। বিশেষ করে জিমেইলের পাসওয়ার্ডটা যেন কিছুতেই মনে রাখতে পারি না আমরা! দীর্ঘদিন পাসওয়ার্ডের ব্যবহার প্রয়োজন হয় না বলে হুট করে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে যাবার ঘটনার সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত।
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে আমরা প্রায় সবাই এক বা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। এসব একাউন্টের মাধ্যমে আদান-প্রদান করা ই-মেইলগুলোতে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য থাকে। শুধু তা-ই নয়, অ্যাকাউন্টগুলো কাজে লাগিয়ে গুগলের বিভিন্ন সুবিধাও ব্যবহার করতে হয়। তবে আমার, আপনার ও প্রায় প্রত্যেকের সঙ্গেই একবার হলেও হয়ে থাকে যে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে যাই। এর ফলে অনেক সমস্যায় পড়তে হয়। তবে চাইলেই বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে জিমেইল অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড যোগ করে ব্যবহার করা সম্ভব।
রিকভারি ই-মেইলের মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড যেভাবে রিকভারি করবেন। যদি আপনার গুগল অ্যাকাউন্টে একটি রিকভারি ই-মেইল বা মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে, জিমেইল পাসওয়ার্ড রিকভারি করাটা কেবল কয়েক মিনিটের কাজ।
চলুন দেখে নেই কিভাবে করতে হবে জিমেইল পাসওয়ার্ড রিসেট:
প্রথমেই আপনাকে যেতে হবে জিমেইল অ্যাকাউন্টের লগইন পেজে। যে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই আইডি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। এবার, আপনাকে আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিতে বলা হবে। যেহেতু আপনি নিজের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই নিচে থাকা ফরগেট পাসওয়ার্ডের লিংকে ক্লিক করুন।
এবার পরের পেজে আপনার একাউন্ট রিকভারি অপশন দেখতে পাবেন। এখানে আপনার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকা রিকভারি ই-মেইল এড্রেসটি দেখিয়ে দেওয়া হবে ও আপনার রিকভারি ই-মেইল এড্রেসের মধ্যে একটি ভেরিফিকেসন কোড পাঠানোর জন্য বলা হবে। নিচে থাকা সেন্ড বাটনে ক্লিক করে, আপনি দেখিয়ে দেওয়া রিকভারি ই-মেইল আইডিতে একটি ভেরিফিকেসন কোড পাঠিয়ে দিতে পারবেন। এবার আপনার রিকভারি ই-মেইল আইডিতে একটি ভেরিফিকেসন কোড চলে আসবে গুগলের তরফ থেকে। এবার ভালো করে সেই কোডটি দেখে অ্যাকাউন্ট রিকভারি পেজে থাকা এন্টার কোড বক্সের মধ্যে দিয়ে দিন।
কোডটি দিয়ে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করুন। এবার মূল কাজটি হয়ে গেছে এখন আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের একটি পেজ দেখিয়ে দেওয়া হবে। পেজটিতে দুটো বাক্স দেখতে পাবেন ক্রিয়েট পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড। প্রথমে ক্রিয়েট পাসওয়ার্ড এর বাক্সে একটি নতুন স্ট্রং পাসওয়ার্ড দিন। এবার একই পাসওয়ার্ড নিচে কনফার্ম বাক্সে দিয়ে সেভ পাসওয়ার্ডের লিংকে ক্লিক করুন। অভিনন্দন, এবার আপনি নিজের পাসওয়ার্ড ভুলে যাওয়া জিমেইল একাউন্টের জন্যে একটি নতুন পাসওয়ার্ড সেট করে নিয়েছেন।
এনএ/
 
                              
                           
                              
                           
                         
                              
                          
 
                        
                                                  
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1759904896.jpg)