নতুন কোনো স্থানে নির্দিষ্ট গন্তব্য খুঁজে বের করার ক্ষেত্রে বিশ্বব্যাপী গুগল ম্যাপ ব্যাপক জনপ্রিয়। বর্তমানে কোনো দেশ বা রাস্তাই আর অচেনা না। সঙ্গে যদি থাকে স্মার্টফোন এবং তাতে গুগল ম্যাপ। সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপের সাহায্যে এখন যে কোনো স্থানে সহজেই যাতায়াত করতে পারবেন। গুগল ম্যাপ নিত্যদিনের চলাচলে এর ব্যবহারও বেড়েছে। নিজ দেশে তো বটেই, বিদেশ ভ্রমণের এটি খুবই কার্যকর। স্মার্টফোন ও গুগল ম্যাপ থাকলে সহজেই যে কোনো জায়গা খুঁজে পাওয়া যায়। অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছতে কোন পরিবহনে কত সময় লাগবে, এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ।
এখন ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। জেনে নেওয়া যাক উপায়-
* প্রথমে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
* এবার অফলাইন ম্যাপে ট্যাপ করুন।
* Select Your Own Map অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।
* এখানে থেকে জুম ইন বা জুম আউট করে আপনার পছন্দের অঞ্চলটি নির্বাচন করতে হবে। কারণ এখানে কোনো সার্চ অপশন পাবেন না।
* এবার ডাউনলোড অপশনে ট্যাপ করুন। স্ক্রিনের নিচে ডাউনলোড বাটন দেখতে পাবেন। একইসঙ্গে আপনাকে ম্যাপের আকার কী তাও বলা হবে। তবে এক্ষেত্রে আপনার ফোনের মেমরিতে অনেকটা খালি জায়গা থাকা দরকার। ম্যাপের অংশ নির্বাচন হয়ে গেলেই ডাউনলোড অপশনে ক্লিক করুন।
* এরপর অফলাইনে অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দিলেও আপনি ডাউনলোড করা ম্যাপটি খুব সহজে ফোনে খুঁজে দেখতে পারবেন। আপনার নেভিগেশনেও সমস্যা হবে না।
এনএ/
 
                              
                           
                              
                           
                         
                              
                          
 
                        
                                                  
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1759904896.jpg)