ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘থ্রেডস’। ইনস্টাগ্রাম টিমের তৈরি নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘থ্রেডস’। টেক্সট শেয়ারের জন্য তৈরি এই অ্যাপটি গত ৬ জুলাই উন্মোচন করেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।
অ্যাপের পাশাপাশি চলতি সপ্তাহে ওয়েব-এর জন্যও উন্মুক্ত করা হয়েছে থ্রেডস। অর্থাৎ অ্যাপের পাশাপাশি এবার ওয়েব ভার্সনেও ব্যবহার করা যাচ্ছে নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি।
মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ব্যবহারকারীদের ফিডব্যাকগুলো কাজ করছে মেটা; আর থ্রেডসে ব্যবহারকারীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আরও উদ্ভাবনী সব ফিচার যুক্ত করার দিকে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
চলুন জেনে নেয়া যাক, ইনস্টাগ্রাম টিমের তৈরি নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘থ্রেডস’-এর প্রয়োজনীয় কিছু ফিচার সম্পর্কে-
থ্রেডে জিআইএফ ব্যবহার
আপনি থ্রেডস, কোটস বা রিপ্লাইয়ের ক্ষেত্রে জিআইএফ ব্যবহার করতে পারবেন। আর এটি আপনি দু’ভাবে ব্যবহার করতে পারেন। প্রথমত, আপনার জিআইএফ কিবোর্ড ইনস্টল করা থাকলে সেখান থেকে টাইপ করে দিতে পারেন, অথবা থ্রেডের পোস্টে জিআইএফ কপি ও পেস্ট করে নিয়ে আসতে পারেন।
কে রিপ্লাই করতে পারবে?
থ্রেডসে পোস্ট করার আগে, ওই নির্দিষ্ট থ্রেডে কে রিপ্লাই করতে পারবে (ডিসাইড হু ক্যান রিপ্লাই টু) তা ঠিক করে নিতে পারবেন ব্যবহারকারীরা। পোস্ট করার সময় নিচের দিকের বাম কোণায় খেয়াল করে দেখুন, সেখানে ‘এনিওয়ান ক্যান রিপ্লাই’ টেক্সট উল্লেখ করা আছে। এখানে ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী- ‘এনিওয়ান’, ‘প্রোফাইল ইউ ফলো’ বা ‘মেনশনড অনলি’ অপশন বেছে নিতে পারেন। আর এভাবেই আপনি আপনার কনভার্সেশনে, কে যোগ দিতে পারবে বা কে পারবে না, তা ঠিক করে নিতে পারবেন।
নোটিফিকেশন কাস্টমাইজ করা
আপনি যদি সারাদিন আসতে থাকা নোটিফিকেশনগুলো পরিবর্তন করে নিতে চান তাহলে আপনার থ্রেডস প্রোফাইলের একদম ওপরে ডানদিকের কোণায় দেখুন। কোণায় থাকা দু’টি লাইনের ওপর ক্লিক করে নোটিফিকেশন আইকনে ট্যাপ করুন। এরপর আপনি আপনার থ্রেডস, রিপ্লাই, ফলোয়িং ও ফলোয়ারদের ক্ষেত্রে নোটিফিকেশন কাস্টমাইজ করে নিতে পারবেন। এমনকি আপনি নোটিফিকেশনগুলো অস্থায়ীভাবে বন্ধও করে দিতে পারবেন।
হিডেন ওয়ার্ডস
‘হিডেন ওয়ার্ডস’ ফিচারের মাধ্যমে থ্রেডসে নির্দিষ্ট শব্দ, ফ্রেইজ ও রিপ্লাই ‘হাইড’ করে রাখতে পারবেন ব্যবহারকারী। প্রাইভেসি পেজে গিয়ে এই সেবা চালু করা যাবে। সেখান থেকে প্রথমে হিডেন ওয়ার্ডস অপশন বের করে পরে প্রয়োজন অনুযায়ী তালিকা কাস্টমাইজ করে নেয়া লাগবে। নির্দিষ্ট কোনো ব্যবহারকারীর ক্ষেত্রেও আপনি এটি করতে পারবেন। যদি আপনি অন্য কারও থ্রেডস দেখা থেকে বিরত থাকতে চান তাহলে তার প্রোফাইলে গিয়ে ওপরের দিকে ডানে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘মিউট’ অপশনটি ক্লিক করতে হবে। আর এ বিষয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই, যাকে মিউট করা হলো তিনি জানতে পারবেন না।
পছন্দের মানুষকে ফলো করা
আপনার পছন্দের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো খুব সহজেই থ্রেডসে ফলো করা যাবে। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো ফলো করতে হলে আপনার থ্রেডস প্রোফাইলের ‘ফলোয়ারস’ অপশনে ক্লিক করুন। এরপর সেখানে ‘ফলোয়িং’-এ ক্লিক করার পর ‘সি অল’ ও ‘ফলো অল’ অপশন চালু করতে হবে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী কেউ যদি থ্রেডস এখনও চালু না করে থাকেন, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটি ‘পেন্ডিং’ দেখাবে। পাশাপাশি, ‘কুইক ফলো’ ফিচারের মাধ্যমে তাদের হ্যান্ডেলের পাশে থাকা প্লাস (+) আইকনে ট্যাপ করে তাদের ফলো করতে পারেন।
টিএ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                  
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1759904896.jpg)