শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

কোন ভিডিও ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বর্তমান সময়ে ইউটিউবার হওয়াও একটি পেশা৷ ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে৷ কিন্তু কোন চ্যানেল ও ভিডিওগুলো মানুষ সবচেয়ে বেশি দেখেন? কী ভাবছেন? কোনো হলিউড বা বলিউডের গানের ভিডিও বা চ্যানেল? জানলে অবাক হবেন কোনো সিনেমার গান বা চ্যানেল মানুষ বেশি দেখেন না৷

একনজরে দেখে নিন কোন চ্যানেলগুলো ইউটিউবে মানুষ সবচেয়ে বেশি দেখেন-

১. দ্বিতীয় স্থানে আছে লুইস ফনসির ‘ডেসপাসিটো’ গান। এই ভিডিওটির ভিউ ৮.২৩ বিলিয়ন৷ এটি ২০১৭ সালের ১২ জানুয়ারি ইউটিউবে লঞ্চ করা হয়৷

২. বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ নিয়ে তালিকায় এক নম্বরে আছে। এটি ১৭ জুন, ২০১৬ সালে আপলোড করা হয়। এই ভিডিওটির ভিউ ১৩.১৮ বিলিয়ন৷ এটি একটি ছোটদের গান, শিশুদের বেশ পছন্দের গানের ভিউ সবচেয়ে বেশি৷

৩. ভিউর দিক থেকে তিন নম্বরে আছে ছোটদের একটি গান৷ অতিপরিচিত ছোটদের গান ‘জনি জনি ইয়েস পাপা’ ৬.৭৬ বিলিয়ন ভিউজ পেয়ে বিশ্বে তিন নম্বরে৷ ২০১৬ সালে এটি লুলু কিডস-নার্সারি রাইমস এটি আপলোড করে৷

৪. পপ-গায়ক এড শিরানের ‘শেপ অফ ইউ’ গানটি ইউটিউবে ভিউওর দিক থেকে পাঁচ নম্বরে আছে৷ এ পর্যন্ত এই গান ৬.০৬ সংখ্যক মানুষ ইউটিউবে দেখেছেন৷

৫. তালিকায় চার নম্বরে আছে একটি নার্সারি রাইম৷ ‘বাথ সং’ বা গোসলের গান শিরোনামের এই গানই ভিউওর দিক থেকে চার নম্বরে৷ এই গানের ভিউ ৬.৩৩ বিলিয়ন৷ কোকোমেলন-নার্সারি রাইমস এই গান ২০১৮ সালে আপলোড করে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ