জুলাই আন্দোলনের অগ্রসেনানী, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ (৩নভেম্বর) সোমবার এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনীতিতে নানা কথা ও নানা মন্তব্য থাকে। এগুলো রাজনীতির সৌন্দর্য। বাক-স্বাধীনতার অংশ। জুলাই অভ্যুত্থানের পরবর্তী এই সময়েও যদি রাজনৈতিক মন্তব্যের জন্য মামলার শিকার হতে হয় তাহলে তা দুঃখজনক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, যে মামলা দায়ের করেছেন তিনি নিজেও ভিন্নমতের রাজনৈতিক নেতৃত্বের প্রতি অসৌজন্যমূলক কথা বলেছেন, মন্তব্য করেছেন। আমরা তখন রাজনৈতিক প্রতিবাদ করলেও মামলার দিকে যাই নাই। কিন্তু তিনি যে মামলার সংস্কৃতি চালু করেছেন তা নিন্দনীয়। আমরা বিএনপি নেতৃত্বকে বলবো, অবিলম্বে মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করুন এবং মামলাকারীকে জবাবদিহিতার আওতায় আনুন। অন্যথায় দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নোংরা করার দায় আপনাদের বহন করতে হবে।
এমএম/
                              
                          
                              
                          
                        
                              
                          