মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই : হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে এখন কোনো সমন্বয় নেই।”

শনিবার সকালে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, “বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব আছে—এটা পুরোপুরি সত্য নয়। প্রত্যেক রাজনৈতিক দল এখন তাদের নিজ নিজ সংস্কারের জায়গায় অবস্থান নিয়েছে। কেউ সংস্কারের পক্ষে, কেউ বিপক্ষে। এই অবস্থান থেকেই বোঝা যাচ্ছে—বাংলাদেশে এখন দুইটি পক্ষ তৈরি হয়েছে: সংস্কারের পক্ষে যারা, এবং যারা সংস্কারের বিপক্ষে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। যারা সংস্কারের পক্ষে তারা এখন ইসলামী দলগুলোর সঙ্গে মিলেমিশে কাজ করছে। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে তারা ক্রমেই দূরে সরে যাচ্ছে।”

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংস্কারকে ঘিরে বিভাজন নয়, বরং ঐক্যের পথে এগোতে হবে। দেশের জনগণ এখন পরিবর্তন চায়, সংঘাত নয়।”

সভায় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ