মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ ।। ২২ আশ্বিন ১৪৩২ ।। ১৫ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাসপাতালের বেডে শুয়েই কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি কন্যা রিম নর্থ সাউথে কোরআন অবমাননায় লালবাগ ইমাম-ওলামা পরিষদের বিক্ষোভ ৮০০ বছরের ঐতিহ্যের স্মারক যে মসজিদটি মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, যুবক আটক জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আফিম চাষ বিলুপ্ত করতে জাফরান চাষের উদ্যোগ তালেবান সরকারের কোটচাঁদপুর রিয়াজুল কোরআন মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিল আজ গাজা যুদ্ধে ১১৫২ সৈন্য নিহতের স্বীকারোক্তি ইসরায়েলি সেনাবাহিনীর সুদের টাকা না পেয়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

 ‘জুলাই সনদ ইসলামপ্রেমী জনগণের স্বাধীনতা ও ন্যায়ের আকাঙ্ক্ষার প্রতিফলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা সোমবার (৬ অক্টোবর) পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়; এটি দেশের ইসলামপ্রেমী জনগণের স্বাধীনতা ও ন্যায়ের আকাঙ্ক্ষার প্রতিফলন। যারা জনগণের ভোট ও অধিকারকে পায়ের নিচে পিষ্ট করেছে, তাদের বিরুদ্ধে এই সনদই হবে আগামী দিনের রক্ষা-কবচ।

তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী বলেন, দেশের মানুষকে আজ দিকভ্রান্ত করার চক্রান্ত চলছে। জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ ৫ দফা দাবি পূরণ হলে দেশে ন্যায়বিচার, শিক্ষা, অর্থনীতি ও প্রশাসনে প্রকৃত নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে।

সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেন, আমরা জনতার দরবারে যাচ্ছি—প্রত্যেক এলাকায় গিয়ে জুলাই সনদের পক্ষে গণজাগরণ তৈরি করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রুহুল আমিন খান, হাফেজ শামসুল আলম, মাওলানা আবু হানিফ নোমান এবং যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও ইসলামী নীতিনিষ্ঠ রাজনীতি প্রতিষ্ঠার জন্য দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তারা আরও বলেন, এ দেশ আল্লাহর দান; এর শাসনতন্ত্রও হতে হবে আল্লাহপ্রদত্ত নীতির ভিত্তিতে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ৫ দফা দাবির পক্ষে দেশব্যাপী প্রচার ও জনমত গঠনের কর্মসূচি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ