‘জুলাই সনদ ইসলামপ্রেমী জনগণের স্বাধীনতা ও ন্যায়ের আকাঙ্ক্ষার প্রতিফলন’
প্রকাশ: ০৭ অক্টোবর, ২০২৫, ১০:২০ দুপুর
নিউজ ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা সোমবার (৬ অক্টোবর) পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়; এটি দেশের ইসলামপ্রেমী জনগণের স্বাধীনতা ও ন্যায়ের আকাঙ্ক্ষার প্রতিফলন। যারা জনগণের ভোট ও অধিকারকে পায়ের নিচে পিষ্ট করেছে, তাদের বিরুদ্ধে এই সনদই হবে আগামী দিনের রক্ষা-কবচ।

তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী বলেন, দেশের মানুষকে আজ দিকভ্রান্ত করার চক্রান্ত চলছে। জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ ৫ দফা দাবি পূরণ হলে দেশে ন্যায়বিচার, শিক্ষা, অর্থনীতি ও প্রশাসনে প্রকৃত নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে।

সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেন, আমরা জনতার দরবারে যাচ্ছি—প্রত্যেক এলাকায় গিয়ে জুলাই সনদের পক্ষে গণজাগরণ তৈরি করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রুহুল আমিন খান, হাফেজ শামসুল আলম, মাওলানা আবু হানিফ নোমান এবং যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও ইসলামী নীতিনিষ্ঠ রাজনীতি প্রতিষ্ঠার জন্য দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তারা আরও বলেন, এ দেশ আল্লাহর দান; এর শাসনতন্ত্রও হতে হবে আল্লাহপ্রদত্ত নীতির ভিত্তিতে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ৫ দফা দাবির পক্ষে দেশব্যাপী প্রচার ও জনমত গঠনের কর্মসূচি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এনএইচ/