শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ।। ১২ আশ্বিন ১৪৩২ ।। ৫ রবিউস সানি ১৪৪৭


৫ দফা দাবিতে গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‎বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর গাজীপুর চৌরাস্তা থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক হাফেজ কাজি নিজাম উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সাংগঠনিক সম্পাদক জনাব মোরশেদ আহমেদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক্সা প্রতীকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহবুব আশরাফি। এছাড়াও মহানগরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

‎বক্তারা বলেন, জুলাই সন্ত্রাসের অবিলম্বে বিচার, আওয়ামী লীগের দোষর ও আধিপত্যবাদী ভারতের এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার, দুষ্কর্মের শাস্তি এবং জাতীয় সংসদ নির্বাচনে PR পদ্ধতি বাস্তবায়নের দাবিতে এই আন্দোলন অব্যাহত থাকবে।

‎বক্তারা আরও বলেন, খেলাফত মজলিস সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থানে থেকেছে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্যেই এই আন্দোলন পরিচালিত হচ্ছে।

‎তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান, জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা না করে অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ