বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর গাজীপুর চৌরাস্তা থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক হাফেজ কাজি নিজাম উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সাংগঠনিক সম্পাদক জনাব মোরশেদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক্সা প্রতীকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহবুব আশরাফি। এছাড়াও মহানগরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জুলাই সন্ত্রাসের অবিলম্বে বিচার, আওয়ামী লীগের দোষর ও আধিপত্যবাদী ভারতের এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার, দুষ্কর্মের শাস্তি এবং জাতীয় সংসদ নির্বাচনে PR পদ্ধতি বাস্তবায়নের দাবিতে এই আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, খেলাফত মজলিস সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থানে থেকেছে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্যেই এই আন্দোলন পরিচালিত হচ্ছে।
তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান, জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা না করে অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে।
এমএইচ/