বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৪ জিলকদ ১৪৪৬


জেলে যেতে রাজি গাজী তানভীর, যদি…

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তদবির বাণিজ্য ও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে জাতীয় নাগরিক পার্টি থেকে সাময়িক বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। তার ব্যাপারে ওঠা অভিযোগের তদন্ত করছে দুদক। সংস্থাটি আজ বুধবার (২১ মে) তাকে তলব করেছি। সেই তলবে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানভীর জানিয়েছেন, তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। তবে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি জেলে যেতে রাজি আছেন। 

তানভীরের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট।

এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুদক কার্যালয়ে তানভীরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুর্নীতির অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় গাজী সালাউদ্দিন তানভীরকে।

দুদক কার্যালয় থেকে বের হয়ে সালাউদ্দীন আনভীর বলেন, ‘অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। এর কারণে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হয়েছে। এ যথাযথ তদন্ত হওয়া উচিত।’ 

এনসিপির এই নেতা বলেন, ‘গণমাধ্যমে এসেছে ১১০ কোটি টাকা, কাগজে ৪০০ কোটি টাকা দুর্নীতি হয়, এটা হয় কিভাবে? কিছুদিন আগেও ২৫০ কোটি টাকার দুর্নীতির বিষয়টি এসেছে। যেকোনো অ্যাঙ্গেলে এর হিসাব খতিয়ে দেখা উচিত। এর সঠিকভাবে তদন্ত হওয়া উচিত।’

তানভীর বলেন, ‘অন্যদিকে ৬৪ জেলায় ডিসি নিয়োগ এটা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। যদি কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে তাকে তো মহাশক্তিশালী হতে হবে।’

গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ রয়েছে। গত ১৫ মে তাকে দুদকে তলব করে চিঠি দেওয়া হয়। গত ২১ এপ্রিল এনসিপির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয় দলটি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ