রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭


জাগো হে কওমি তারুণ‍্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খতিব তাজুল ইসলাম

কওমির জাগরণ উন্নয়ন সমৃদ্ধি উন্নতি নিয়ে আমার দিনরাত লেখালেখি মাতামাতি। কেউ বলে জামায়াতি। কেউ বলে আকাবিরবিরোধী। কেউ বলে কওমি বিনষ্টকারী। যে যাই বলুক, কওমিকে বাঁচতে হলে, আগাইতে হলে, চলমান সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হলে পরিবর্তন সংস্কার ও রাষ্ট্রীয় শিক্ষার অংশীদারের বিকল্প নেই।

কওমির কয়েক লক্ষ তরুণ। কয়েক লক্ষ পরিবার। কয়েক লক্ষ শিক্ষক শিক্ষার্থী আপনাদের বলছি। এই দেশ সমাজ রাষ্ট্র আপনার। এই দেশের অংশীদার আপনিও। আপনাকে সেভাবে গড়ে তুলতে হবে। 

দেশ পরিচালনার ড্রাইভিং সিটে আপনাকে চাই। সেজন‍্য প্রয়োজন প্রশিক্ষণ ও লাইসেন্স। টিকেট ব‍্যতীত একটা ট্রেন ভ্রমণ করা যায় না। বাসও না। বিমান তো প্রশ্নই আসে না। সেখানে একটা দেশের পরিচালক আপনি হবেন। আপনার প্রবেশপত্র লাগবে না? লাগবে ভাই।

আধুনিক সামাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি আপনাকে জানতে হবে। দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন‍্য খেলাফতভিত্তিক সমাজব‍্যবস্থায় ভূমিকা রাখতে হলে সেইসব সহায়ক শিক্ষা আপনাকে নিতেই হবে।

আজকের বিচারালয়ে আপনি নাই। সচিবালয়ে আপনি নাই। চিকিৎসালয়ে আপনি নাই। ডিসি এসপি মেজর জেনারেল কর্নেল কোথাও আপনি নাই। সংসদে আপনার অবস্থান নাই। উপদেষ্টা পরিষদে আপনাকে ডাকা হয় না। আপনার এই কোনসে ইসলাম? দ্বীনে মুকাম্মাল কি তাই?

এসব নিয়ে আপনি কখনো ভেবেছেন?

আপনার মুরব্বি যারা তাদের খবর নিয়েছেন। দিনরাত যারা কওমি শিক্ষা স্বীকৃতির বিরোধিতা যারা করেন তাদের সন্তানদের খবর নিয়েছেন? আপনার সামনে খেয়ালি পোলাও ধরিয়ে তারা জগতের মজা লুটছেন। পরিবর্তনের কথা বললে দীনের কমজুরির জুজু দেখান। তাদের সন্তানদের ইউরোপ আমেরিকায় পাঠিয়ে আপনাকে শোনাবেন অল্পেতুষ্টি ও সবরের তালকিন।

ভুলেও কি একবার ডেকে নিয়ে বলেছেন যে, বাবা তোর ভবিষ্যৎ কীভাবে চালাবে? বিয়ে করে পরিবার কীভাবে চালাবে? মাথা পিতার ভরণপোষণ নিতে পারছো? তোর বউয়ের চিকিৎসার টাকা পাবি কই? তোর সন্তানদের খবর কী? তোর বোনের বিয়ের খরচটা আমি দিই?

না, তারা শুধু কবর হাশরের ডর দেখাবেন। আর জান্নাতের সুখ বলবেন। আর বলবেন দুনিয়াটা মুমিনদের জন‍্য কঠিন কারাগার রে বাবা। কোনোমতে লিল্লাহ জাকাত সাদাকাত নিয়ে চললেই হলো। আর তারা নিজেরা একেকজন বালাখানা তৈরিতে ব‍্যস্ত।

পবিত্র কোরআনে ৮২ বার এসেছে যে, তোমরা নামাজ কায়েম করো আর জাকাত আদায় করো। জাকাতখোর হতে বলা হয়নি। বলা হয়েছে আল্লাহ ব‍্যবসা হালাল করেছেন। বলা হয়েছে নামাজ শেষে রিজিকের তালাশে বের হও। বলা হয়েছে সত‍্যবাদী ব‍্যবসায়ীর হাশর নবীদের সাথে হবে। 

নবী ব‍্যবসা করেছেন, সাহাবা ব‍্যবসা করেছেন, ইমাম আবু হানিফা নিজে ব‍্যবসায়ী ছিলেন। ইমাম আবু ইউসুফ বিচারপতি ছিলেন। ইতিহাসের সেরা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক ৬ মাস যুদ্ধে ও ৬ মাস ব‍্যবসায় সময় দিতেন। আর, আর এখন শিল্পপতি কে বা কারা? যতসব লুটেরাদের দল!

হে তারুণ‍্য! তুমি কি পৃথিবীর সেরা ব‍্যবসায়ী হতে পারতে না? আজ যদি তোমার হাতে সম্পদ থাকতো তাহলে প্রথমে দীর্ঘ ৩০/৪০/৫০ বছর যাবত হাদিসের দারস দিয়ে জীবন সায়াহ্নে এসে অন‍্যের কাছে নত হতেন না। আজ ধুঁকে ধুঁকে লাখো মরছে, লাখো আলেমের জীবন পরিবার বিপন্ন। চিকিৎসার অভাবে ঘরবাড়ির অভাবে খাদ‍্যের অভাবে মানবেতর কালাতিপাত করছেন অনেকে। তুমি কি সাহায্য‍ করতে পারতে না? 

তারা কি পেনশনের উপযুক্ত নন? তারা কি শিক্ষার জন‍্য অবদান রাখেননি? 

এইসব আজ ঘটছে আপনার আমার ভুলের কারণে। তথাকথিত স্বাকীয়তার দোহাই তুলে তারা আপনাকে রাষ্ট্র থেকে সমাজ থেকে রাজনীতি থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন।

জাগো হে তারুণ্য জাগো। 

কওমির এই বিস্তৃত জমিনকে যারা কুক্ষিগত করে রেখেছে, কায়েমি স্বার্থ হাসিলের জন‍্য পিছিয়ে থাকতে বাধ্য করছে, তাদের চংগল থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে। এইসমস্ত প্রতিষ্ঠানগুলোকে বের করে আনতে হবে।
হে কওমির তারুণ‍্য!

তোমার মুক্তি ত্বরান্বিত হোক এই দোয়া নিরন্তর। 

লেখক: আলোচক, চিন্তক ও সংগঠক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ