শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

 নাগরিক চোখ: শরীফ মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
লেখক শরীফ মুহাম্মদ

লিফটের দরজার সামনে দাঁড়িয়ে কখনো কখনো কয়েক মিনিট অপেক্ষা করতে হয়। এই কয়েক মিনিটেই ৫-৭ জন জড়ো হয়ে যায়। কিন্তু সবাই লিফটের দরজাটাকে সামনে নিয়ে বেষ্টন দিয়ে দাঁড়িয়ে থাকে। লিফটের দরজা যখন খুলে ভিতরে থাকা যেসব মানুষ বের হবেন, তাদের বের হওয়ার রাস্তা থাকে না, ঠেলেঠুলে বের হতে হয়। অনেক সময় এক-দুজন সাইড দিয়ে দেয়, ভেতরের মানুষেরা সেই সাইডটুকু দিয়ে বের হয়ে আসে। সম্প্রতি মেট্রোরেলের দরজার সামনেও এই ঘটনাই ঘটে। পুরো দরজাটা জুড়ে লোকজন দাঁড়িয়ে থাকে, দরজা জুড়েই যেন তাদের ঢুকতে হবে। ভেতর থেকে যারা বের হবেন তাদের একটু কসরত করতে হয়, ফাঁক খুঁজে নিয়ে বের হতে হয়।

লিফটের ভেতর থেকে কিংবা মেট্রোরেলের ভেতর থেকে বের হওয়া মানুষটি যদি নারী হন তাহলে সমস্যাটা আরেকটু বেশি হয়।

কেন রে ভাই, একপাশে একটু ফাঁক রেখে দাঁড়ানো যায় না! এতে যদি সামনে থাকা দু-চার জনের পেছনে আরো দু চারজনের দাঁড়াতে হয় অসুবিধাটা কি? লিফট কিংবা মেট্রোরেলের দরজা খুলুক, আপনারা এক দিক দিয়ে ঢুকেন, ভেতরের মানুষেরা আরেক দিক দিয়ে বের হয়ে আসুক। চোখের অনুমানে অর্ধেক-অর্ধেক করেও তো রাখতে পারেন, না হলে ৬০ ভাগ ৪০ ভাগ। এতে আসা-যাওয়া, ওঠা-নামা সবকিছুই সুন্দর হয় এবং মানসিকভাবেও স্বস্তিকর বোধ হয়।

আমাদের অহেতুক তাড়াহুড়া প্রবণতা এবং অসৌজন্যের সঙ্গে হলেও এক-কদম এগিয়ে থাকার এই মানসিকতাটা কবে বন্ধ হবে! এভাবে শেষ পর্যন্ত কতটা এগিয়ে থাকা যায়? একটু ঠান্ডা মাথায় ভাবলে ভালো হতো। [অবশ্য অনেক জায়গায় লিফট কিংবা দরজার সামনে নামার জন্য স্পেস রেখে দাঁড়ানোর এই ভদ্রতার সাক্ষাৎ পাবেন। এই ভদ্রতা এবং এই 'দরকারতা' একটি সমাজের জন্য অনেক প্রয়োজনীয়। কল্যাণকর তো অবশ্যই।]

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ