সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭


নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কাজ করছে র‍্যাব: ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও ভালো হয়, র‍্যাব সে লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যে যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটি নিয়ে র‍্যাব কাজ করছে বলেও জানান তিনি।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাব পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন ডিজি।

র‍্যাব ডিজি একেএম শহিদুর রহমান বলেন, ‘আশা করি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হব। তিন মাসে আমরা হত্যা মামলার ৫২২ জন আসামিকে গ্রেপ্তার, ডাকাতি মামলার ১৫১ জন, ছিনতাইবিরোধী অভিযানে ৭০ জন, মানবপাচারকারী ৪১ জন এবং মাদক মামলায় ১২১০ জনকে আমরা গ্রেপ্তার করি।’

একেএম শহিদুর রহমান আরও বলেন, ‘আমরা মনে করি আমাদের যথেষ্ট পরিমাণ সক্ষমতা আছে। আমাদের যে জনবল, যে লজিস্টিক এটার সর্বোচ্চ ব্যবহার করে আমরা সর্বোত্তম দায়িত্ব পালন করতে সক্ষম হব। আমাদের ৯ হাজারের কাছাকাছি বা অধিক জনবল আছে। এ নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব।’

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে র‍্যাব ডিজি বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ডে যত আসামি গ্রেপ্তার হয়েছে তারমধ্যে আমরাই ৮ জনকে গ্রেপ্তার করেছি, যারা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। যে মূল আসামি তাকে গ্রেপ্তার করাই আমাদের টার্গেট এবং আমরা আশা করি সেক্ষেত্রে আমরা সফল হব।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ