প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে পিআর ব্যবস্থা নাকি বর্তমান পদ্ধতি—এ সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের অতিরিক্ত মন্তব্য না করাই ভালো।
রোববার (২১ সেপ্টেম্বর) গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রেসসচিব বলেন, জরিপের পরিসংখ্যান প্রমাণ করছে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়ার বিষয়টি প্রমাণ করে যে আসন্ন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে। “বাংলাদেশে কারও সাধ্য নেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার,” যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সবাই ভোট দিতে আসলে ভালো নির্বাচন হওয়া স্বাভাবিক।
ইনোভেশনের জরিপে দেখা যায়, দেশের ৬৯.৯ শতাংশ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
এমএইচ/