বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ।। ৩১ বৈশাখ ১৪৩২ ।। ১৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

উদ্যোগী সরকার, এবার মিলবে কি কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি 

গত কয়েক বছর ধরে পরিকল্পিতভাবে কোরবানির পশুর চামড়ার বাজার ধসিয়ে দেওয়া হয়েছে। চামড়ার ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও প্রতি বার কোরবানির সময় পানির দরে চামড়া বিক্রি করতে হচ্ছে। এতে এক দিকে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে সরাসরি প্রভাবিত হয়েছে দেশের কওমি মাদরাসাগুলো। কারণ মাদরাসাগুলোর লিল্লাহ বোডিংয়ের বড় একটি আয় আসে এই চামড়ার টাকা থেকে। 

অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে অনেকটা পরিকল্পিতভাবে চামড়ার বাজার ধসিয়ে দেয়। একদিকে চামড়া শিল্পে ভারতকে সুবিধা দেওয়া অন্যদিকে দেশের কওমি মাদরাসাগুলোকে ক্ষতিগ্রস্ত করা এর উদ্দেশ্য বলে কেউ কেউ অভিযোগ করেন। তবে কারণ যাই হোক, আওয়ামী লীগ সরকার চামড়া শিল্প নিয়ে যে কারসাজি করেছে সেটা সবার কাছে পরিষ্কার। 

বর্তমান অন্তর্বর্তী সরকার চামড়া শিল্পের সুদিন ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। দেশের চামড়ার চাহিদার সিংহভাগ পূরণ হয় কোরবানির পশুর চামড়া দিয়ে। এজন্য কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য যেন পাওয়া যায় সে ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার। 

এর অংশ হিসেবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা, পশু আনা–নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে আহ্বায়ক করে ১৭ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) ‘কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’ পুনর্গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, ধর্মবিষয়ক উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, শিল্প সচিব, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বেসরকারি প্রতিনিধি (সরকার মনোনীত)। কমিটিতে সদস্যসচিব থাকবেন বাণিজ্য সচিব।

কমিটি সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ এবং এজন্য পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া নির্ধারণ; চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করা এবং কোরবানির সঙ্গে সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

এছাড়া চামড়ার বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান; কোরবানির হাট, পশু পরিবহন এবং পরিবহনের সময় নিষ্ঠুরতা প্রতিরোধের বিষয়ে নির্দেশনা জারি এবং চামড়া শিল্প নগরী, সাভারসহ সারাদেশে দ্রুত ও যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এ কমিটি।

বাণিজ্য মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত ৪ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে সময় তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা দেখছি মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের হতদরিদ্র মানুষ, যারা এই চামড়া বিক্রির টাকার ওপর অনেকাংশে নির্ভরশীল। এই অব্যবস্থাপনার অবসান হওয়া প্রয়োজন।’

সরকারের এই উদ্যোগের ফলে চামড়া শিল্প নিয়ে আবার আশাবাদী হয়ে উঠছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কওমি মাদরাসাগুলো যেখানে এতিম-গরিব মেধাবী শিক্ষার্থীদের বড় একটি যোগান এই খাত থেকে আসে, তারা নতুন করে স্বপ্ন দেখছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ