আল আমিন সাবের আলী
জামিয়া আশরাফিয়া (মাদরাসা) শান্তিধারা, সাইনবোর্ড, ফতুল্লা, নারায়ণগঞ্জ-এর কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন ‘আবনাউল আশরাফিয়া’র ১১ তম পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে বিকেল পর্যন্ত।
এবারের পুরো আয়োজন অনুষ্ঠিত হবে হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর আজাল্লে খলিফা মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ.-এর আজীবন লালিত স্বপ্নের নির্মিতব্য মসজিদুল আশরাফিয়াতে। সকল আবনাকে একসঙ্গে নিয়ে সেখানে দোয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন জামিয়ার মুহতারাম আসাতিজায়ে কেরাম।
এর পরদিন ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেল থেকে জামিয়ার ইসলাহি মাহফিল, পুরস্কার বিতরণ ও দস্তারবন্দী ইত্যাদি আয়োজনগুলো অনুষ্ঠিত হবে। উক্ত ইসলাহি মাহফিলে জামিয়ার মুহতামিম ও মুতাওয়াল্লি আল্লামা মুফতি মুফিজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে নসিহত পেশ করবেন - তরজুমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি আবু সাঈদ ও মুফতি জিয়াউল হক মজুমদার প্রমুখ।
ফুজালা সম্মেলন ও ইসলাহি মাহফিল সফল করার জন্য দীন প্রিয় তাওহীদি জনতা ও জামিয়ার প্রাক্তণ সকল ছাত্রকে শতভাগ উপস্থিতি এবং দোয়ার অনুরোধ করেছেন জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি মুফিজুল ইসলাম।
আরএইচ/