সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ।। ২৫ কার্তিক ১৪৩২ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
২০২৬ সালে সরকারি যত ছুটি পবিত্র কোরআনের কসম, বিজেপির সঙ্গে আঁতাত করিনি: ওমর আবদুল্লাহ যুদ্ধবাজ ইসরাইলকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি ‘ জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটা নতুন বাংলাদেশ: প্রেস সচিব  ছেলে ছাত্রদল, সম্পর্ক ছিন্নের ঘোষণা জামায়াত প্রার্থীর ২০১৪ সালে গাজায় নিহত সেনা কর্মকর্তার মরদেহ ফেরত পেল ইসরায়েল ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত  মৃত্যু উপত্যকায় পরিণত সুদানের এল-ফাশার, ৮৯ হাজার মানুষ বাস্তুচ্যুত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূতদের জয়জয়কার প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে যে প্রস্তাব গেল মন্ত্রণালয়ে

প্লেট ধোয়ার অভ্যাসে ফুটে ওঠে ব্যক্তিত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাবার শেষে অনেকেই নিজের প্লেট টেবিলেই রেখে দেন, আবার কেউ কেউ অভ্যস্ত নিজের প্লেট নিজে ধুয়ে পরিষ্কার করে রাখতে। ঘরোয়া পরিবেশে হোক বা দাওয়াতে—এই অভ্যাসকে অনেক সময় সাধারণ বিষয় মনে করা হয়। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, প্লেট ধোয়ার অভ্যাস শুধু পরিচ্ছন্নতার নয়, বরং এটি একজন মানুষের ব্যক্তিত্ব, মানসিক গঠন ও চিন্তাধারার প্রতিফলন।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গে নিজের থালা-বাসন ধুয়ে ফেলেন, তাদের মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মনোবিজ্ঞানীদের মতে, এই ছোট্ট অভ্যাসটি আসলে একাধিক ইতিবাচক চারিত্রিক দিক প্রকাশ করে—

কাজ শেষ করার প্রবণতা

যারা নিজের প্লেট নিজে ধুয়ে ফেলেন, তারা অসমাপ্ত কাজ পছন্দ করেন না। যেকোনো কাজ শুরু করলে সেটি দ্রুত শেষ করতে চান। খাবার শেষে প্লেট ধোয়া তাদের জন্য এক ধরনের মানসিক স্বস্তি এনে দেয়।

পরিচ্ছন্নতা ও দায়িত্ববোধ

এই ধরনের মানুষরা সাধারণত নিজেদের পরিবেশ ও আশেপাশের মানুষের প্রতি সচেতন। রান্নাঘর ও ঘর পরিষ্কার রাখা তাদের কাছে দায়িত্বের অংশ। তারা অন্যদের কষ্ট কমাতে সচেষ্ট থাকেন।

রুটিন মেনে চলার অভ্যাস

খাওয়ার পর প্লেট ধোয়া তাদের জীবনের একটি রুটিন হয়ে দাঁড়ায়। এতে সিদ্ধান্ত নেওয়ার মানসিক চাপ কমে এবং জীবনযাত্রায় শৃঙ্খলা বজায় থাকে।

আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা

বিশ্রামের প্রলোভন থাকলেও তারা আগে কাজ শেষ করতে পছন্দ করেন। এই অভ্যাস তাদের আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।

মাইন্ডফুলনেস বা সচেতনতা

প্লেট ধোয়ার সময় পানির প্রবাহ, সাবানের ফেনা কিংবা হাতের স্পর্শে মনোযোগ দেওয়া মানসিক একাগ্রতা বা মাইন্ডফুলনেস বাড়াতে সাহায্য করে। ফলে তারা মানসিকভাবে শান্ত ও চাপমুক্ত থাকতে পারেন।

বিনয়ী স্বভাব

বাসন ধোয়া ছোট একটি কাজ হলেও যারা এটি নিজেরা করেন, তারা সাধারণত অহংবর্জিত ও বিনয়ী চরিত্রের মানুষ। তারা প্রশংসা নয়, দায়িত্ববোধ থেকেই কাজটি করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ