সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৭


৭০ দিনে কোরআন মুখস্থ করলো আট বছরের শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোরের নূরে মদিনা মডেল মাদরাসার দুই শিক্ষার্থী অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। মাত্র ৭০ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে আট বছর বয়সী মো. মারুফ হাসান। একই মাদরাসার নয় বছর বয়সী আব্দুর রহমান মাত্র ১৪০ দিনে সম্পন্ন করেছে কোরআনের ৩০ পারা হিফজ।

রোববার (২৩ নভেম্বর) দুই শিশুর এই বিস্ময়কর অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভরে যায় চারপাশ। একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর এমন সফলতায় মাদরাসা, পরিবার ও স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মাদরাসা সূত্র জানায়, শুরু থেকেই হিফজ বিভাগে মারুফ ও আব্দুর রহমান ছিলেন অত্যন্ত মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ। নিয়মিত ও যত্নসহকারে পাঠ প্রস্তুত করায় তাদের হিফজের গতি ছিল অনন্য।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি নূরনবী সিরাজী বলেন,
“কোরআনের প্রতি দুই শিশুর গভীর অনুরাগ, শৃঙ্খলা ও নিরলস অধ্যবসায় তাদের দ্রুত সময়ে হিফজ সম্পন্নের প্রধান কারণ। আল্লাহর বিশেষ রহমত ছাড়া এমন অর্জন সম্ভব নয়।”

হাফেজ হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মারুফ হাসান বলে,
“এটা আমার জীবনের বড় অর্জন। সবাই দোয়া করবেন—আমি যেন বিশ্বজয়ী হাফেজ হতে পারি।”

অন্যদিকে আব্দুর রহমান জানায়,
“আল্লাহ আমাকে কোরআনকে বুকে ধারণ করার শক্তি দিয়েছেন। শিক্ষক ও বাবা-মা প্রতিদিন অনুপ্রাণিত করেছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কোরআনকে জীবনভর ধারণ করাই আমার স্বপ্ন।”

৮ বছর বয়সী হাফেজ মারুফ হাসান—মাদারীপুরের শিবচরের প্রবাসী বেলাল মোল্লার ছোট ছেলে। তার মা বলেন,
“সন্তানের এমন সাফল্য আমাদের জন্য আল্লাহর বড় নেয়ামত। আমরা চাই, সে ইসলামি জ্ঞান অর্জন করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করুক।”

হাফেজ আব্দুর রহমানের বাবা নাটোর সদরের জাঠিয়ান গ্রামের সেন্টু মিয়া বলেন,
“আমার সন্তানের এই অর্জন আমাদের পরিবারের জন্য গর্বের। অল্প বয়সে কোরআন হিফজ করা আল্লাহর অশেষ রহমত। আমি দোয়া করি, সে যেন সারা জীবন কোরআনের আলোয় পথ চলে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ