
|
৭০ দিনে কোরআন মুখস্থ করলো আট বছরের শিশু
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৫, ০৮:৪৩ সকাল
নিউজ ডেস্ক |
নাটোরের নূরে মদিনা মডেল মাদরাসার দুই শিক্ষার্থী অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। মাত্র ৭০ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে আট বছর বয়সী মো. মারুফ হাসান। একই মাদরাসার নয় বছর বয়সী আব্দুর রহমান মাত্র ১৪০ দিনে সম্পন্ন করেছে কোরআনের ৩০ পারা হিফজ। রোববার (২৩ নভেম্বর) দুই শিশুর এই বিস্ময়কর অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভরে যায় চারপাশ। একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর এমন সফলতায় মাদরাসা, পরিবার ও স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাদরাসা সূত্র জানায়, শুরু থেকেই হিফজ বিভাগে মারুফ ও আব্দুর রহমান ছিলেন অত্যন্ত মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ। নিয়মিত ও যত্নসহকারে পাঠ প্রস্তুত করায় তাদের হিফজের গতি ছিল অনন্য। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি নূরনবী সিরাজী বলেন, হাফেজ হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মারুফ হাসান বলে, অন্যদিকে আব্দুর রহমান জানায়, ৮ বছর বয়সী হাফেজ মারুফ হাসান—মাদারীপুরের শিবচরের প্রবাসী বেলাল মোল্লার ছোট ছেলে। তার মা বলেন, হাফেজ আব্দুর রহমানের বাবা নাটোর সদরের জাঠিয়ান গ্রামের সেন্টু মিয়া বলেন, এনএইচ/ |