রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭


আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পূর্ণ সংহতি ও আন্তরিক সমর্থন প্রকাশ করছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি  শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ বিবৃতিতে সকল ওলামা-মাশায়েখ, দ্বীনদার জনগণ, যুব সমাজ ও ইসলামী চিন্তাবিদদের এই সম্মেলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

নেতৃদ্বয় বলেন, কাদিয়ানিদের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ও খতমে নবুওয়তের অস্বীকারের অপপ্রচারের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করা হবে।

তারা বলেন, খতমে নবুওয়তের ওপর ঈমান রাখা ইসলামের মৌলিক বিশ্বাস। এই বিশ্বাসের বিরুদ্ধে কাদিয়ানী মতবাদ একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র, যা ইসলামের ভিত্তিকে চ্যালেঞ্জ করে। সৌদি আরব, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ বিশ্বের বহু মুসলিম দেশ ইতোমধ্যে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণও এই ন্যায়সঙ্গত দাবিতে ঐক্যবদ্ধ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ