প্রতিবেদক: ইবরাহীম আশরাফ আজিজী, শরীয়তপুর
শরীয়তপুর জাজিরা থানার লাউখোলা বাজার সংলগ্ন জামি’আ ইসলামিয়া ফোরকানিয়ার উদ্যোগে আগামী ১০ ও ১১ নভেম্বর (২৫ ঈ. সোম ও মঙ্গলবার) মাদরাসা ময়দানে ২ দিনব্যাপী ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিল দীর্ঘদিন ধরে দেশের সর্বস্তরের মুসলমানদের মাঝে ঈমান-আমল, আখলাক ও ইসলামী চেতনা জাগ্রত করার অন্যতম মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও এ আয়োজন করা হয়েছে। মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানানো হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নমুনায়ে আসলাফ বিশিষ্ট বুযুর্গ আলেমেদ্বীন হযরত মাওলানা শাহ্ আহমাদ ঈসা দা.বা. (নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, জামি'আ ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ী বড় মাদরাসা, ঢাকা)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আকরাম হোসাইন (মুহতামিম জামি’আ মুহাম্মাদিয়া শামসুল উলূম, শিবচর, মাদারীপুর) এবং মাওলানা বশীর আহমদ (মুহতামিম, জামি'আ আশরাফিয়া বারিধারা, ঢাকা।)
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা হাসান জামিল দা.বা. (খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, সাইন্সল্যাবরেটরি, ধানমন্ডি, ঢাকা)
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন আলহাজ্ব মাওলানা আলী আহমাদ চৌধুরী (পীর সাহেব চন্ডিবর্দী, মাদারীপুর) মাওলানা আনোয়ার হোসাইন জিহাদী (খতীব, জজকোর্ট জামে মসজিদ, ঢাকা)।
অন্য বক্তাদের মধ্যে থাকবেন মাওলানা শাহ আলম তালুকদার, মাওলানা মাহবুবুর রহমান উসমানী, মুফতী আতাউল্লাহ বিন নূর, মুফতী ইলিয়াস হোসাইনসহ আরও বহু আলেমে কেরাম।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে দায়িত্বে আছেন মাওলানা মুফতী আশেকে এলাহী (প্রিন্সিপাল ও শাইখুল হাদীস, অত্র জামি'আ)
সকল মুসলমানকে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের সফলতা হাসিল করার আহ্বান জানানো হয়েছে।
এলএইস/