সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ।। ২৫ কার্তিক ১৪৩২ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘যারা গণভোট চায় না, জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে’ শেওলা শালেশ্বরে মাওলানা ফখরুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাসানী ও ওসমানীর জন্ম-মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান সাড়ে তিন হাজার হাফেজ আলেমের মাথায় উঠবে সম্মানের পাগড়ি বাগেরহাটে কমিয়ে গাজীপুরে আসন বাড়ানোর সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট ১৫ নভেম্বরের খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করুন: আল্লামা মাহমুদুল হাসান প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান: দুধরচকীর যেসব রোগ থাকলে যাওয়া যাবে না হজে নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানির নাগরিকত্ব বাতিলের চেষ্টা

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতি আরশাদ রাহমানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে আহ্বান জানিয়েছেন ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ.-এর সাহেবজাদা, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক, তানযিমুল মাদারিসিদ দীনিয়ার সভাপতি মুফতি আরশাদ রাহমানী।

সোমবার (১০ নভেম্বর) এক বার্তায় তিনি খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানান। তানযিমুল মাদারিসিদ দীনিয়ার অন্তর্ভুক্ত মাদারেসগুলোর উস্তাদ ও ছাত্রদেরসহ সর্বস্তরের জনগণকে এই মহাসম্মেলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।

মাওলানা আরশাদ রাহমানী বলেন, খতমে নবুওয়ত আমাদের ঈমানের অংশ। এটাকে কেউ অস্বীকার করলে সে আর দীনের অন্তর্ভুক্ত থাকে না। অভিশপ্ত কাদিয়ানি গোষ্ঠীসহ বিভিন্ন সময় ভণ্ড নবুওয়তের দাবিদাররা খতমে নবুওয়ত অস্বীকার করে আমাদের ঈমানের ওপর আঘাত করে আসছে। প্রতিটি ঈমানদারের উচিত এ ধরনের তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

দেশের অন্যতম শীর্ষ এই আলেম আগামী ১৫ নভেম্বরের খতমে নবুওয়ত মহাসম্মেলনের সার্বিক কামিয়াবির জন্য দোয়া করেন। যারা এই মহাসম্মেলন বাস্তবায়নে কাজ করছেন তাদের জন্য আল্লাহর কাছে উপযুক্ত জাযা প্রার্থনা করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ