আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে আহ্বান জানিয়েছেন ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ.-এর সাহেবজাদা, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক, তানযিমুল মাদারিসিদ দীনিয়ার সভাপতি মুফতি আরশাদ রাহমানী।
সোমবার (১০ নভেম্বর) এক বার্তায় তিনি খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানান। তানযিমুল মাদারিসিদ দীনিয়ার অন্তর্ভুক্ত মাদারেসগুলোর উস্তাদ ও ছাত্রদেরসহ সর্বস্তরের জনগণকে এই মহাসম্মেলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।
মাওলানা আরশাদ রাহমানী বলেন, খতমে নবুওয়ত আমাদের ঈমানের অংশ। এটাকে কেউ অস্বীকার করলে সে আর দীনের অন্তর্ভুক্ত থাকে না। অভিশপ্ত কাদিয়ানি গোষ্ঠীসহ বিভিন্ন সময় ভণ্ড নবুওয়তের দাবিদাররা খতমে নবুওয়ত অস্বীকার করে আমাদের ঈমানের ওপর আঘাত করে আসছে। প্রতিটি ঈমানদারের উচিত এ ধরনের তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
দেশের অন্যতম শীর্ষ এই আলেম আগামী ১৫ নভেম্বরের খতমে নবুওয়ত মহাসম্মেলনের সার্বিক কামিয়াবির জন্য দোয়া করেন। যারা এই মহাসম্মেলন বাস্তবায়নে কাজ করছেন তাদের জন্য আল্লাহর কাছে উপযুক্ত জাযা প্রার্থনা করেন।
এলএইস/