নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কোরআন অবমাননার ঘটনায় দেশজুড়ে যখন তোলপাড় তখন অনেকেই ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের বিবৃতির দাবি জানিয়ে আসছিলেন। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কড়া সমালোচনাও করেন। অনেকে পোস্ট দিয়ে বিস্ময় প্রকাশ করছিলেন যে, ধর্ম উপদেষ্টা কি বেঁচে আছেন! অবশেষে তিন দিন পর ধর্ম উপদেষ্টা এই ইস্যুতে মুখ খুলেছেন। তিনি কোরআন অবমাননার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই বিচার দাবি করেন।
ধর্ম উপদেষ্টা লিখেন- পবিত্র কুরআন অবমাননার সাথে যে বা যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ পন্থায় শাস্তি নিশ্চিত করা হবে।
গত শনিবার (৪ অক্টোবর) রাতে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআনে কারিমের ভয়াবহ অবমাননা করেন। একপর্যায়ে পুলিশ ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও ক্ষিপ্ত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয়।
পরদিন রোববার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থকে স্থায়ীভাবে বহিষ্কার করে।
এনএইচ/