শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ ।। ১৯ আশ্বিন ১৪৩২ ।। ১২ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জানা গেল খেলাফত মজলিসের সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নাম ‘রোজা ও পূজাকে একসাথে মিলিয়ে তারা ধর্মীয় সীমারেখা ভেঙে দিতে চায়’ ইমামদের সমাজের সব ভালো কাজেও নেতৃত্বে চান জামায়াত আমির জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: ইবনে শাইখুল হাদিস দ্বীন শেখেন নাকি ‘শাইখদের’ ফ্রডগিরির সার্টিফাই করেন? ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামবিরোধী কথাও বলতে পারে: শায়খে চরমোনাই রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা দক্ষিণ কোরিয়া সফরে কবি মুহিব খান ভারতে মসজিদ ভাঙার ধারা: ঐতিহ্য, আইনের ব্যাখ্যা ও মুসলিম সম্প্রদায়ের ক্ষত নূরানী বোর্ডের কেন্দ্রীয় কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত

রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এ তথ্য জানায়।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান শুরুর চাঁদটি ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ০১ মিনিটে (আমিরাত সময়) জন্ম নেবে। তবে ওই দিন সূর্যাস্তের এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না।

এই কারণে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই বিষয়টি নিশ্চিত করা হবে।

আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। এ সময় দিনের দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বাড়বে।

তিনি জানান, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা উত্তর দিকের শীতল বায়ুর প্রভাবে থাকবে। তবে মাসের শেষে বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস শুরু হলে তাপমাত্রা ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে।

আল জারওয়ান আরও বলেন, পুরো রমজান জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যা মৌসুমি গড় অনুযায়ী ১৫ মিলিমিটারের বেশি হতে পারে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ