||নাজমুল হাসান||
মানুষের আমলই নির্ধারণ করবে তার পরকালের ঠিকানা—জান্নাত না জাহান্নাম। তাই ক্ষণস্থায়ী দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে আল্লাহর হুকুম মানা যেমন জরুরি, তেমনি রাসুলুল্লাহ ﷺ এর আদর্শ ও তাঁর দেখানো পথে চলাও অপরিহার্য।
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন—
“জমিনের ওপর যা কিছু আছে, আমি সেগুলোকে শোভা করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে, আমলের ক্ষেত্রে কারা উত্তম।”
(সুরা কাহফ, আয়াত: ৭)
আরও বলা হয়েছে—
“যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে।”
(সুরা বাকারা, আয়াত: ২৫)
“আর যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, তারা জান্নাতের অধিবাসী। সেখানে তারা স্থায়ী হবে।”
(সুরা বাকারা, আয়াত: ৮২)
নবীজি ﷺ বিভিন্ন হাদিসে উম্মতকে নেক আমলের পথ দেখিয়েছেন। এর মধ্যে একটি ছোট্ট কিন্তু মহৎ আমলের কথা উল্লেখ আছে, যা গুনাহ ঝরিয়ে দেয় গাছের পাতার মতো।
হাদিসে এসেছে—আনাস ইবনু মালিক (রা.) বলেন, রাসুল ﷺ একবার শুকনো পাতাওয়ালা একটি গাছের পাশে দিয়ে যাচ্ছিলেন। তিনি লাঠি দিয়ে গাছটিতে আঘাত করলে পাতাগুলো ঝরে পড়ে। তখন তিনি বললেন—
“কোনো বান্দা যখন বলে—আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার—তখন তার গুনাহগুলো এমনভাবে ঝরে যায়, যেমন এ গাছের পাতা ঝরে পড়ল।”
(সুনান আত-তিরমিজি, হাদিস: ৩৫৩৩)
এনএইচ/