সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৪ আশ্বিন ১৪৩২ ।। ৭ রবিউস সানি ১৪৪৭


শিরকী উৎসবে অংশগ্রহণের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি অকিল উদ্দিন যশোরী

আল্লাহর ফরমান-

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের পতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহর শরীক স্থির করেন, তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন।

সুরা যুমার আয়াত ৬৫

তিনি আরো বলেন,

وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا يَعْمَلُونَ

যদি তারা শেরেকী করত, তবে তাদের কাজ কর্ম তাদের জন্যে ব্যর্থ হয়ে যেত।

সুরা আনাম আয়াত ৮৮

বর্ণিত আছে -

إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ.

নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেন। এবং তার বাসস্থান হয় জাহান্নাম।

সুরা মায়েদা আয়াত ৭২

হিন্দুদের দুর্গাপূজা সার্বজনীন নয়, সেখানে অংশগ্রহণ মুসলিমের জন্য বৈধ নয় ।

তাদের পূজার উৎসবে যোগদান অভিনন্দন জানানো বৈধ নয় ।

মূর্তি পূজা শিরক, শিরকের জায়গায় মুসলিমের উপস্থিতও নাজায়েজ, হারাম ।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ.

سنن أبي داود رقم ٣٩٨٩ كتاب اللباس، باب فِي لُبْسِ الشُّهْرَةِ.

আবু দাউদ হাদিস ৩৯৮৯

হযরত ওমর রাদি. বলেন,

لا تدخلوا على المشركين في كنائسهم يوم عيدهم، فإن السخطة تنزل عليهم.

তোমরা মুশরিকদের গির্জায় তাদের ধর্মীয় অনুষ্ঠানে মন্দিরে অনুপ্রবেশ করিও না । কেননা তাদের উপর ক্রোধ, অসন্তোষ, গজব নাজিল হয় ।

 

পূজার প্রসাদ মূর্তির নামে উৎসর্গ। বিধায় তা খাওয়া হারাম ।

আল্লাহ বলেন -

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ.

তিনি তোমাদের উপর হারাম করেছেন, মৃত জীব, রক্ত, শুকর মাংস এবং সেসব জীব-জন্তু যা আল্লাহ ব্যাতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়।

সুরা বাকারা আয়াত ১৭৩

মূর্তির নামে উৎসর্গ করা প্রসাদ খাওয়া হারাম ।

আল্লাহ আমাদের দূর্গা পূজা সহ অমুসলিমদের এ জাতীয় অনুষ্ঠান থেকে দূরে থাকার তৌফিক দান করুন । আমীন ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ