রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৩ আশ্বিন ১৪৩২ ।। ৬ রবিউস সানি ১৪৪৭


পরিবার-পরিজনের নিরাপত্তার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমাজ জীবনের মূলভিত্তি হলো পরিবার। ইসলামে পরিবারের সদস্যদের ভরণ-পোষণের দায়িত্ব নেওয়া যেমন বাধ্যতামূলক, তেমনি ইহকাল-পরকালের কল্যাণে যত্ন নেওয়ার নির্দেশনা রয়েছে। পরিবার-পরিজনের নিরাপত্তার জন্য দোয়া করার শিক্ষাও রয়েছে হাদিসে। তেমনই একটি দোয়া হলো—اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي دِينِي وَأَهْلِي ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফী দীনী ওয়া আহলী’ অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি আমার দীন ও আমার পরিবার-পরিজনের নিরাপত্তা।’

ইবনে উমর (রা.) বলেন, নবী (স.) এই দোয়া করতেন।  (আদাবুল মুফরাদ: ৭০৩)

পরিবারের সদস্যদের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় আরেকটি দোয়া করতে পারেন। দোয়াটি হলো—رَبَّنَا لِیُـقِیۡمُوا الصَّلٰوۃَ فَاجۡعَلۡ اَفۡئِدَۃً مِّنَ النَّاسِ تَهۡوِیۡۤ اِلَیۡهِمۡ وَارۡ زُقۡهُمۡ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمۡ یَشۡکُرُوۡنَ ‘রাব্বানা লিয়ুক্বিমুস সালাতা ফাঝআল আফ-ইদাতাম মিনান নাসি তাহ্‌ওয়ি ইলাইহিম ওয়ারযুক্ব্‌হুম মিনাছ ছামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন।’ অর্থ: ‘হে আমার প্রভু! তারা (পরিবারের লোকজন) যাতে নামাজ প্রতিষ্ঠা করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী (দয়াময়) করে দাও। আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করে দাও; যাতে তারা (আল্লাহ তাআলার) শুকরিয়া আদায় করতে পারে।’ (সুরা ইবরাহিম: ৩৭)

পবিত্র কোরআনে বর্ণিত উল্লেখিত দোয়াটি ইবরাহিম (আ.) করেছিলেন আর আল্লাহ তাআলা তাদের দান করেছিলেন কল্যাণময় জীবন। দোয়াটি আমরাও করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ