রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৩ আশ্বিন ১৪৩২ ।। ৬ রবিউস সানি ১৪৪৭


যত চ্যালেঞ্জই আসুক ইসলামকে পরাজিত করা যায়নি, যাবেও না: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে শুভাকাঙ্ক্ষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে মজলিস শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং এটি মানবতার পরিপূর্ণ জীবনব্যবস্থা। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যত চ্যালেঞ্জই আসুক ইসলামকে পরাজিত করা যায়নি, যাবেও না। ইসলাম হলো বিজয়ী আদর্শ, আর যারা এ আদর্শের সহযোগী হবে তারাই প্রকৃত সফল মানুষ। তরুণ প্রজন্ম যদি ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে দ্বীনের পক্ষে দাঁড়ায়, তবে বিশ্বময় ইসলামের পতাকা উড়বে—এটা সময়ের ব্যাপার মাত্র।’

মাওলানা মামুনুল হক বলেন, ‘যুব সমাজকে ইসলামি আদর্শে গড়ে তুলতে পারলেই দীনি আন্দোলন হবে শক্তিশালী। তাই প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকে দ্বীনের কাজের জন্য আত্মত্যাগী হতে হবে।’

কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ক্বারী হুসাইন আহমাদ।

সম্মেলনে বিশেষভাবে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কার্যালয় তাগলীবে দ্বীন মারকাজ এর জমিদাতা ৩১৩ জন সদস্যের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, এ সনদ কেবল একটি কাগজ নয়, বরং দ্বীনের আন্দোলনে সহযোগিতার স্বীকৃতি ও নতুন দায়িত্বের অঙ্গীকার।

বক্তারা আরও বলেন, দ্বীনের মৌলিক কাজ ছিল তালিম, তাবলিগ ও তাগলীবে দ্বীন। সেই লক্ষ্যেই তাগলীবে দ্বীন মারকাজ প্রতিষ্ঠিত হয়েছে, যাতে দ্বীন বিজয়ের বিভিন্ন কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন করা যায়। ইতোমধ্যেই তাগলীবে দ্বীন ফাউন্ডেশন সরকারী নিবন্ধন নিয়ে নানামুখী কার্যক্রম শুরু করেছে, যা ভবিষ্যতে ইসলামি সমাজ গঠনের আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্য, ত্যাগ ও তরুণদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুভাকাঙ্ক্ষীদের সমর্থনই খেলাফত যুব মজলিসকে আগামী দিনে আরও গতিশীল করবে।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষীনের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারন সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, মহানগর উত্তরের সাধারন সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক, গাজীপুর মহানগরীর সাধারন সম্পাদক কাজী নেজামুদ্দীন।

শুভাকাঙ্ক্ষী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুশাররফ হুসাইন লাবীব, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক নোমান, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দীন ইমাম, অফিস বিভাগের সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, সমাজকল্যান বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার বিভাগের সম্পাদক ফাতিহ মুহাম্মাদ সুলাইমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান ঢাকা মহানগর দক্ষীনের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান, উত্তরের সভাপতি মাওলানা যাকারিয়া আল ফারুকী সহ  যুব মজলিসের  কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ